বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর-বিরামপুর-গোবিন্দগঞ্জ সড়কটি বিরামপুর পৌর শহরের কিছু জায়গায় রয়েছে ত্রিমুখী ও চতুর্মুখ সংযোগ সড়ক। প্রায়ই এসব সড়কে ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণও হারিয়েছেন অনেকে। এভাবে আতঙ্ক নিয়ে চলাচল করছেন চালক ও পথচারীরা।
জানা যায়, গত ঈদুল ফিতরের আগে বিভিন্ন স্থানে প্লাস্টিকের তৈরি সড়ক বিভাজক স্থাপনের ব্যবস্থা করেন পৌর মেয়র। কিন্তু সম্প্রতি দেখা গেছে, অনেক সংযোগস্থলে বিভাজক গুলো নেই এতে পূর্বের মতো ঝুঁকি নিয়ে কোমলমতি ছাত্র-ছাত্রী, রিকশা-ভ্যান, অটোরিকশা, মোটরবাইক, সংযোগ স্থান দিয়ে সড়ক পারাপার হচ্ছে। বিশেষ করে কলেজ বাজার বড়তলী চতুর্মুখ সংযোগ স্থান ও উপজেলা গেট।
ওই এলাকায় সড়কের দু-পাশে মসজিদ, মাদ্রাসা, বাজার স্কুল-কলেজ, উপজেলা পরিষদ থাকায় সকাল ৯ থেকে ১০ পর্যন্ত সড়কটি জনসাধারণের চলাচলের জন্য ব্যস্ত থাকে। পাশাপাশি ঝুঁকি নিয়ে ছাত্র-ছাত্রী জনসাধারণ সড়ক পারাপার হচ্ছে।
পুরাতন বাজার এলাকার কবির হোসেন বলেন, নতুন করে সড়কের উন্নয়ন হয়েছে শুধু সড়ক বিভাজক হলে এ সড়কে দুর্ঘটনা আরও কমে যেত। শহরের কিছু কিছু স্থানে জেব্রা ক্রসিং ও প্রয়োজন আছে।
এ বিষয়ে পৌর মেয়র আক্কাস আলী জানান, বিভাজন গুলো অনেক জায়গায় থেকে চুরি হয়েছে এবং ট্রাক ও বাসের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে গেছে। অচিরেই স্থায়ীভাবে কংক্রিট দিয়ে তৈরি বিভাজন দেওয়ার আশ্বাস দেন তিনি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, বিরামপুর শহরটি ব্যস্ততম এ পথ দিয়ে প্রচুর পরিমাণে দুরপাল্লার ট্রাক-বাস এবং ঢাকাগামী দিনের ও রাতের কোচগুলো চলাচল করে। প্রতিদিন কোনো না কোনো স্থানে দুর্ঘটনা ঘটছে।
ওসি আরও বলেন, শহরের যদি সড়ক বিভাজক দেওয়া হয় তাহলে দুর্ঘটনার মাত্রা কমে যাবে।
দিনাজপুর-বিরামপুর-গোবিন্দগঞ্জ সড়কটি বিরামপুর পৌর শহরের কিছু জায়গায় রয়েছে ত্রিমুখী ও চতুর্মুখ সংযোগ সড়ক। প্রায়ই এসব সড়কে ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণও হারিয়েছেন অনেকে। এভাবে আতঙ্ক নিয়ে চলাচল করছেন চালক ও পথচারীরা।
জানা যায়, গত ঈদুল ফিতরের আগে বিভিন্ন স্থানে প্লাস্টিকের তৈরি সড়ক বিভাজক স্থাপনের ব্যবস্থা করেন পৌর মেয়র। কিন্তু সম্প্রতি দেখা গেছে, অনেক সংযোগস্থলে বিভাজক গুলো নেই এতে পূর্বের মতো ঝুঁকি নিয়ে কোমলমতি ছাত্র-ছাত্রী, রিকশা-ভ্যান, অটোরিকশা, মোটরবাইক, সংযোগ স্থান দিয়ে সড়ক পারাপার হচ্ছে। বিশেষ করে কলেজ বাজার বড়তলী চতুর্মুখ সংযোগ স্থান ও উপজেলা গেট।
ওই এলাকায় সড়কের দু-পাশে মসজিদ, মাদ্রাসা, বাজার স্কুল-কলেজ, উপজেলা পরিষদ থাকায় সকাল ৯ থেকে ১০ পর্যন্ত সড়কটি জনসাধারণের চলাচলের জন্য ব্যস্ত থাকে। পাশাপাশি ঝুঁকি নিয়ে ছাত্র-ছাত্রী জনসাধারণ সড়ক পারাপার হচ্ছে।
পুরাতন বাজার এলাকার কবির হোসেন বলেন, নতুন করে সড়কের উন্নয়ন হয়েছে শুধু সড়ক বিভাজক হলে এ সড়কে দুর্ঘটনা আরও কমে যেত। শহরের কিছু কিছু স্থানে জেব্রা ক্রসিং ও প্রয়োজন আছে।
এ বিষয়ে পৌর মেয়র আক্কাস আলী জানান, বিভাজন গুলো অনেক জায়গায় থেকে চুরি হয়েছে এবং ট্রাক ও বাসের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে গেছে। অচিরেই স্থায়ীভাবে কংক্রিট দিয়ে তৈরি বিভাজন দেওয়ার আশ্বাস দেন তিনি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, বিরামপুর শহরটি ব্যস্ততম এ পথ দিয়ে প্রচুর পরিমাণে দুরপাল্লার ট্রাক-বাস এবং ঢাকাগামী দিনের ও রাতের কোচগুলো চলাচল করে। প্রতিদিন কোনো না কোনো স্থানে দুর্ঘটনা ঘটছে।
ওসি আরও বলেন, শহরের যদি সড়ক বিভাজক দেওয়া হয় তাহলে দুর্ঘটনার মাত্রা কমে যাবে।
সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
১৫ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
২৩ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
২৫ মিনিট আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের
৩০ মিনিট আগে