পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
ভারতীয় সীমান্তে দেওয়া কাঁটাতারের বেড়ার গেট বা ফটক দিয়ে এসে বাংলাদেশের সীমান্ত থেকে ছয়টি পালিত গরু নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় একজন বোবা পাগল ছেলেকে (২২) বাংলাদেশে ঠেলে পাঠানোর অপচেষ্টা রুখে দেন স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (২৬ মে) বেলা ২টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার একটি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে আজ সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত দেয় বিএসএফ।
বিজিবি ও স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ মহকুমা সদর থানার বাগডোগরা সীমান্ত এলাকা এবং বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম সদর ইউনিয়নের জিমনাল গ্রামের নয়াবাড়ি রহমানপুর সীমান্ত এলাকা। আজ বেলা দেড়টায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার ৮১৮ নম্বর প্রধান পিলারের ৩ ও ৪ নম্বর উপপিলারের সীমান্ত এলাকায় অস্ত্র বা রাইফেল হাতে নিয়ে ভারতের বাগডোগরা বিএসএফ ক্যাম্পের পাঁচজন সৈনিকের সঙ্গে ছয়জন মানুষ আসে। তাদের মধ্যে মানসিকভাবে অসুস্থ ও বোবা এক ছেলের দুই হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। হাত বাঁধা বোবা ছেলেটিকে বিএসএফ মারপিট করতে থাকে। সঙ্গে আসা লোকজনদের দিয়ে বিএসএফসহ বাংলাদেশের দিকে ঠেলে পাঠাতে থাকে ছেলেটিকে। এ সময় পার্শ্ববর্তী জমিতে চাষাবাদের কাজ করতে থাকা স্থানীয় এলাকাবাসী এ ঘটনা দেখে এগিয়ে যান। হাতে লাঠি নিয়ে বিএসএফের এই অপতৎপরতা রোধে প্রতিবাদ জানিয়ে তর্ক করতে থাকেন তাঁরা। খবর পেয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম ক্যাম্পের বিজিবি টহল দলের সদস্যরা ঘটনাস্থলে গেলে বিএসএফ বোবা ছেলেটিকে শূন্যরেখায় রেখে চলে যায়। তবে যাওয়ার সময় ঘটনাস্থলের নয়াবাড়ি রহমানপুর এলাকা থেকে জমিতে বেঁধে রাখা মোহাম্মদ তুহিন মিয়ার পালিত ছয়টি গরু নিয়ে তারা দ্রুত ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ ব্যাপারে পাটগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান বলেন, ‘শুনেছি, একজন বোবা ছেলেকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ।’
এ ব্যাপারে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন বলেন, ‘বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় সীমান্তে পতাকা বৈঠক চলছে। গরুগুলো ফেরত দিয়েছে বিএসএফ। আমরা স্পষ্ট বলেছি, বোবা পাগল ছেলেটি তোমাদের। তাকে কোনোভাবেই আমাদের দেশে ঢুকতে দেওয়া হবে না।’
ভারতীয় সীমান্তে দেওয়া কাঁটাতারের বেড়ার গেট বা ফটক দিয়ে এসে বাংলাদেশের সীমান্ত থেকে ছয়টি পালিত গরু নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় একজন বোবা পাগল ছেলেকে (২২) বাংলাদেশে ঠেলে পাঠানোর অপচেষ্টা রুখে দেন স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (২৬ মে) বেলা ২টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার একটি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে আজ সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত দেয় বিএসএফ।
বিজিবি ও স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ মহকুমা সদর থানার বাগডোগরা সীমান্ত এলাকা এবং বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম সদর ইউনিয়নের জিমনাল গ্রামের নয়াবাড়ি রহমানপুর সীমান্ত এলাকা। আজ বেলা দেড়টায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার ৮১৮ নম্বর প্রধান পিলারের ৩ ও ৪ নম্বর উপপিলারের সীমান্ত এলাকায় অস্ত্র বা রাইফেল হাতে নিয়ে ভারতের বাগডোগরা বিএসএফ ক্যাম্পের পাঁচজন সৈনিকের সঙ্গে ছয়জন মানুষ আসে। তাদের মধ্যে মানসিকভাবে অসুস্থ ও বোবা এক ছেলের দুই হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। হাত বাঁধা বোবা ছেলেটিকে বিএসএফ মারপিট করতে থাকে। সঙ্গে আসা লোকজনদের দিয়ে বিএসএফসহ বাংলাদেশের দিকে ঠেলে পাঠাতে থাকে ছেলেটিকে। এ সময় পার্শ্ববর্তী জমিতে চাষাবাদের কাজ করতে থাকা স্থানীয় এলাকাবাসী এ ঘটনা দেখে এগিয়ে যান। হাতে লাঠি নিয়ে বিএসএফের এই অপতৎপরতা রোধে প্রতিবাদ জানিয়ে তর্ক করতে থাকেন তাঁরা। খবর পেয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম ক্যাম্পের বিজিবি টহল দলের সদস্যরা ঘটনাস্থলে গেলে বিএসএফ বোবা ছেলেটিকে শূন্যরেখায় রেখে চলে যায়। তবে যাওয়ার সময় ঘটনাস্থলের নয়াবাড়ি রহমানপুর এলাকা থেকে জমিতে বেঁধে রাখা মোহাম্মদ তুহিন মিয়ার পালিত ছয়টি গরু নিয়ে তারা দ্রুত ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ ব্যাপারে পাটগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান বলেন, ‘শুনেছি, একজন বোবা ছেলেকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ।’
এ ব্যাপারে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন বলেন, ‘বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় সীমান্তে পতাকা বৈঠক চলছে। গরুগুলো ফেরত দিয়েছে বিএসএফ। আমরা স্পষ্ট বলেছি, বোবা পাগল ছেলেটি তোমাদের। তাকে কোনোভাবেই আমাদের দেশে ঢুকতে দেওয়া হবে না।’
বগুড়ায় আদালতে সঠিক সাক্ষ্য না দেওয়া, সাক্ষ্য দিতে হাজির না হওয়া এবং সরকারি আইন কর্মকর্তাদের দুর্বলতার কারণে গত এক বছরে ৬ শতাধিক মাদক মামলায় প্রায় ১ হাজার আসামি খালাস পেয়েছেন। এর মধ্যে ২২টি মামলায় ৪৪ জন পুলিশ ও র্যাব কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিতে হাজির হননি। এ কারণে ৪৪ পুলিশ কর্মকর্তার ...
২ ঘণ্টা আগেদিনাজপুরের দুলাল হোসেন পেশায় রংমিস্ত্রি। কাজের সন্ধানে তিনি ঢাকায় গিয়েছিলেন। জুটেছিল কাজও। তবে গত বছরের জুলাই আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। গত ৫ আগস্ট সরকার পতনের দিন রাজধানীর উত্তরায় মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন তিনি। এখন ক্রাচে ভর দিয়ে হাঁটেন। তবে যে স্বপ্ন নিয়ে ঢাকা এসেছিলেন, তা এখন ফিকে...
২ ঘণ্টা আগে২০২০ সালে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর হাত ধরে রাজনীতিতে আসেন আবুল বাশার সুজন। এর আগে ছিলেন পশুর হাটের ইজারাদার। অল্প সময়ের মধ্যেই ফারুকের ডান হাত হন। কিছুদিন পর তানোর পৌরসভার মেয়র হওয়ারও স্বপ্ন দেখতে শুরু করেন সুজন। সেখানে বাড়ি করেন...
২ ঘণ্টা আগেদরিদ্র পরিবারের সন্তান নুর আলী (৪৭)। করতেন রাজমিস্ত্রির কাজ। জমিজমা তেমন ছিল না, বাবাও ছিলেন দিনমজুর। বাড়ি বলতে ছিল আধা পাকা টিনের ঘর। অথচ ১০ বছরের ব্যবধানে সেই ব্যক্তি কোটিপতি বনে গেছেন। শুধু তা-ই নয়। আধা পাকা টিনের ঘরের জায়গায় এখন বিশাল তিনতলা আলিশান বাড়ি। যার মূল্য কোটি টাকা।
২ ঘণ্টা আগে