সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নৈতিক স্খলন, দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ উঠেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে। এসব অভিযোগ তুলে তাঁকে অপসারণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আবেদন করেছেন স্থানীয় কাউন্সিলররা।
অপসারণের আবেদনপত্র গতকাল বুধবার নীলফামারী জেলা প্রশাসক ও রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে জমা দেওয়া হয়। আবেদনপত্রে প্যানেল মেয়রসহ ১৪ জন কাউন্সিলর স্বাক্ষর করেন।
লিখিত ওই আবেদনে জানানো হয়, নির্বাচিত হওয়ার পর থেকেই মেয়র রাফিকার ঔদ্ধত্যপূর্ণ ও বেলেল্লাপনা আচরণে পৌরবাসী ক্ষুব্ধ। ২০২৩ সালে তাঁর একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই সময় মেয়র চারজন কাউন্সিলর নিয়ে সংবাদ সম্মেলন করে সেই ভিডিওকে সুপার এডিট বলে দাবি করেন। কিন্তু এক বছর না ঘুরতেই তাঁর আরও একটি অশ্লীল ভিডিও গত সপ্তাহে ভাইরাল হয়। এতে পৌরবাসীর মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, মেয়র রাফিকা চারজন ব্যক্তিগত সহকারী ও ১৫ জন গৃহকর্মীকে নিয়োগ দিয়ে তাঁদের বেতনের টাকা নিজেই উত্তোলন করে আত্মসাৎ করছেন। পৌর সুপার মার্কেটে দোকান বরাদ্দ, পৌরসভার গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারসহ বিভিন্ন আর্থিক দুর্নীতি করেছেন। এ ছাড়া পৌরসভার প্রতিটি রাস্তাঘাটের বেহাল অবস্থা হওয়ায় সংস্কারে কোনো উদ্যোগ নেই, উল্টো পৌরসভার বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ করছেন।
পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জোবাইদুর রহমান শাহিন মেয়রকে অপসারণ করার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এর আগে ২০২৩ সালে কুরুচিপূর্ণ ভিডিও ক্লিপ, স্বেচ্ছাচারিতা, পৌরসভা পরিচালনায় দুর্নীতির বিষয়ে পৌর পরিষদে মিটিংয় করা হলে এ ধরনের কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি তো রাখেননি বরং আরও বেপরোয়া হয়েছেন তিনি। তাই আমরা তার অপসারণ চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আবেদন করেছি।’
এ বিষয়ে জানতে পৌর মেয়র রাফিকা আকতার জাহানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। তিনি কোনো মন্তব্য করেননি।
নৈতিক স্খলন, দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ উঠেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে। এসব অভিযোগ তুলে তাঁকে অপসারণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আবেদন করেছেন স্থানীয় কাউন্সিলররা।
অপসারণের আবেদনপত্র গতকাল বুধবার নীলফামারী জেলা প্রশাসক ও রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে জমা দেওয়া হয়। আবেদনপত্রে প্যানেল মেয়রসহ ১৪ জন কাউন্সিলর স্বাক্ষর করেন।
লিখিত ওই আবেদনে জানানো হয়, নির্বাচিত হওয়ার পর থেকেই মেয়র রাফিকার ঔদ্ধত্যপূর্ণ ও বেলেল্লাপনা আচরণে পৌরবাসী ক্ষুব্ধ। ২০২৩ সালে তাঁর একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই সময় মেয়র চারজন কাউন্সিলর নিয়ে সংবাদ সম্মেলন করে সেই ভিডিওকে সুপার এডিট বলে দাবি করেন। কিন্তু এক বছর না ঘুরতেই তাঁর আরও একটি অশ্লীল ভিডিও গত সপ্তাহে ভাইরাল হয়। এতে পৌরবাসীর মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, মেয়র রাফিকা চারজন ব্যক্তিগত সহকারী ও ১৫ জন গৃহকর্মীকে নিয়োগ দিয়ে তাঁদের বেতনের টাকা নিজেই উত্তোলন করে আত্মসাৎ করছেন। পৌর সুপার মার্কেটে দোকান বরাদ্দ, পৌরসভার গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারসহ বিভিন্ন আর্থিক দুর্নীতি করেছেন। এ ছাড়া পৌরসভার প্রতিটি রাস্তাঘাটের বেহাল অবস্থা হওয়ায় সংস্কারে কোনো উদ্যোগ নেই, উল্টো পৌরসভার বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ করছেন।
পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জোবাইদুর রহমান শাহিন মেয়রকে অপসারণ করার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এর আগে ২০২৩ সালে কুরুচিপূর্ণ ভিডিও ক্লিপ, স্বেচ্ছাচারিতা, পৌরসভা পরিচালনায় দুর্নীতির বিষয়ে পৌর পরিষদে মিটিংয় করা হলে এ ধরনের কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি তো রাখেননি বরং আরও বেপরোয়া হয়েছেন তিনি। তাই আমরা তার অপসারণ চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আবেদন করেছি।’
এ বিষয়ে জানতে পৌর মেয়র রাফিকা আকতার জাহানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। তিনি কোনো মন্তব্য করেননি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা আমাদের সরকারের বিবৃতি দিয়েছি। আজ রাতে মিটিং আছে, সেখানে আইসিটি অ্যাক্টের অধ্যাদেশ প্রস্তাবনা নিয়ে আলোচনা করতেই আজ রাতে উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং।’
৮ মিনিট আগেকক্সবাজার উপকূলে নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকার করায় ১২০ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ১১টি নৌকা, বিপুল অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। গতকাল শুক্রবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ দিয়ে এই অভিযান চালানো হয়। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য
১৩ মিনিট আগেফরিদপুরের সালথায় আকিকার মাংস ভাগাভাগি নিয়ে দুই পরিবারের দ্বন্দ্ব থেকে হিংসা-প্রতিহিংসা ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। আধিপত্য ধরে রাখতে সর্বশেষ এক পক্ষ সহস্রাধিক লোক ভাড়া করে এনে প্রতিপক্ষের অন্তত ৩০টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুট করেছে বলে অভিযোগ উঠেছে।
১৯ মিনিট আগেগাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১০ মে) বিকেল ৫টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি চলাকালীন এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে