ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় ‘শয়তানের নিশ্বাস’ চক্রের খপ্পরে পড়ে ৮৭ হাজার টাকা খুইয়েছেন রামপ্রসাদ (৭০) নামে এক ব্যক্তি। আজ রোববার উপজেলা সদরের ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সদর ইউনিয়নের বাবুরহাট বাজারের একটি কাপড়ের দোকানের কর্মচারী।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাঁদের ধারণা, এই প্রতারক চক্রের মূল হাতিয়ার হলো ভয়ংকর মাইন্ড কন্ট্রোল ড্রাগ ডেভিলস ব্রেথ বা শয়তানের নিশ্বাস খ্যাত স্কোপোলামিন। যা নাক বা মুখের কাছে নিলেই স্বেচ্ছায় সবকিছু বিলিয়ে দেন ভুক্তভোগী।
ভুক্তভোগী রামপ্রসাদ বলেন, দুপুরের দিকে দোকানমালিক তাঁকে ৮৭ হাজার টাকা ইসলামী ব্যাংকের শাখা থেকে দুটি হিসাব নম্বরে পাঠাতে বলেন। ‘ব্যাংকের ৫০ গজ দূরে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়ানো ছিল। ওই অটোরিকশাতে আগে থেকে দুজন বসে ছিলেন। আমি ব্যাংকের কাছাকাছি পৌঁছানো মাত্র বসে থাকা এক ব্যক্তি কয়েকটি বিদেশি নোট দেখিয়ে বলেন, ভাই এই টাকা কি ঠিক আছে, কোথায় ভাঙানো যাবে? আপনি একটু দেখে দেবেন। আমি ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে টাকা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলি।’
তিনি আরও বলেন, ‘তখন তারা আমাকে বলে আপনার কাছে যা আছে আমাদের দেন। আমি তাদের কথামতো আমার কাছে থাকা ৮৭ হাজার টাকা তাদের হাতে তুলে দিই। তারা আমাকে রেখে টাকা নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আমার হুঁশ ফিরে আসে।’
দোকানমালিক মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই কর্মচারী ধোঁকাবাজির শিকার হয়েছেন। দোকান থেকে ব্যাংকের দূরত্ব আনুমানিক ৩০০ গজ। মাত্র ১০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। প্রশাসনকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি। লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।’
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান আজকের পত্রিকাকে জানান, প্রতারকের খপ্পরে পড়ে গ্রাহকের টাকা খোয়ানোর বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারীর ডিমলায় ‘শয়তানের নিশ্বাস’ চক্রের খপ্পরে পড়ে ৮৭ হাজার টাকা খুইয়েছেন রামপ্রসাদ (৭০) নামে এক ব্যক্তি। আজ রোববার উপজেলা সদরের ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সদর ইউনিয়নের বাবুরহাট বাজারের একটি কাপড়ের দোকানের কর্মচারী।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাঁদের ধারণা, এই প্রতারক চক্রের মূল হাতিয়ার হলো ভয়ংকর মাইন্ড কন্ট্রোল ড্রাগ ডেভিলস ব্রেথ বা শয়তানের নিশ্বাস খ্যাত স্কোপোলামিন। যা নাক বা মুখের কাছে নিলেই স্বেচ্ছায় সবকিছু বিলিয়ে দেন ভুক্তভোগী।
ভুক্তভোগী রামপ্রসাদ বলেন, দুপুরের দিকে দোকানমালিক তাঁকে ৮৭ হাজার টাকা ইসলামী ব্যাংকের শাখা থেকে দুটি হিসাব নম্বরে পাঠাতে বলেন। ‘ব্যাংকের ৫০ গজ দূরে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়ানো ছিল। ওই অটোরিকশাতে আগে থেকে দুজন বসে ছিলেন। আমি ব্যাংকের কাছাকাছি পৌঁছানো মাত্র বসে থাকা এক ব্যক্তি কয়েকটি বিদেশি নোট দেখিয়ে বলেন, ভাই এই টাকা কি ঠিক আছে, কোথায় ভাঙানো যাবে? আপনি একটু দেখে দেবেন। আমি ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে টাকা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলি।’
তিনি আরও বলেন, ‘তখন তারা আমাকে বলে আপনার কাছে যা আছে আমাদের দেন। আমি তাদের কথামতো আমার কাছে থাকা ৮৭ হাজার টাকা তাদের হাতে তুলে দিই। তারা আমাকে রেখে টাকা নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আমার হুঁশ ফিরে আসে।’
দোকানমালিক মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই কর্মচারী ধোঁকাবাজির শিকার হয়েছেন। দোকান থেকে ব্যাংকের দূরত্ব আনুমানিক ৩০০ গজ। মাত্র ১০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। প্রশাসনকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি। লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।’
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান আজকের পত্রিকাকে জানান, প্রতারকের খপ্পরে পড়ে গ্রাহকের টাকা খোয়ানোর বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেরাজধানীর হাইকোর্ট এলাকায় ট্রাক চাপায় সেন্টু ইসলাম (৪৫) নামে মোটরসাইকেল চালক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হাইকোর্ট কদম ফোয়ারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
২২ মিনিট আগেবুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগেশহীদ দুলাল সরদারের স্ত্রী মোসা. তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, এই মাটিতে তাদের যেন বিচার হয় এবং সকল খুনিদের যেন ফাঁসি হয়। সরকারের কাছে এইটুকুই আমার চাওয়া। সরকার অনেক সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। তারপরও চারটি সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
১ ঘণ্টা আগে