Ajker Patrika

ক্যাম্পাসেই দুই রাবি শিক্ষার্থীর গায়েহলুদ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ক্যাম্পাসেই দুই রাবি শিক্ষার্থীর গায়েহলুদ

একদল তরুণের পরনে হলুদ পাঞ্জাবি। সাদা পর্দায় তৈরি করা হয়েছে ছোট একটি মঞ্চ। এর ওপর সাজানো বাঁশের ডালা, কুলা, চালুন, মাটির ঘড়া ও মটকা। আর মঞ্চটির পেছনে লেখা ‘আকিবের গায়ে হলুদ’। এটি কোনো বাসাবাড়ি কিংবা কমিউনিটি সেন্টারের চিত্র নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলের পুকুরপাড়।

গতকাল শুক্রবার বিকেলে এভাবেই ক্যাম্পাসে রাবি শিক্ষার্থী আকিবুল ইসলাম ও সাদিয়া আফরোজের গায়েহলুদ হয়েছে। ব্যতিক্রমী এই গায়েহলুদের আয়োজন করেন বরের বন্ধুরা। গ্রামবাংলার সেই চিরায়ত হলুদবাটা, মেহেদিবাটা, মিষ্টি-মিঠাই, ফলমূল—সবকিছুই ছিল সেখানে।

জানা গেছে, ক্যাম্পাস থেকে আকিবের বাড়ি অনেক দূরে হওয়ায় বন্ধুদের অনেকেই গায়েহলুদের অনুষ্ঠানে অংশ নিতে পারতেন না। তাই ক্যাম্পাসেই এই আয়োজন।

বর আকিবুল ইসলাম ও কনে সাদিয়া আফরোজ—দুজনেই বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। আকিবুলের বাড়ি শেরপুর। সাদিয়ার বাড়ি রাজশাহী নগরীর পদ্মা আবাসিকে। পড়াশোনার পাশাপাশি আকিবুল একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। গায়েহলুদের পরদিন গতকাল শনিবার কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। দুই পরিবারের সম্মতিতেই হয় বিয়ে।

আকিবুল ইসলাম ও সাদিয়া আফরোজ। আজকের পত্রিকাক্যাম্পাসে গায়েহলুদের অনুষ্ঠান বিষয়ে আকিবুল ইসলাম আকিব বলেন, ‘বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠানে হয়তো এদের কাউকেই পেতাম না। তাই আমার খুব ইচ্ছে ছিল, ক্যাম্পাসে এমন একটি আয়োজন হোক। বন্ধু ও ছোট ভাইয়েরা মিলে আমার সেই আশা পূরণ করল। ক্যাম্পাসের সবাইকে একসঙ্গে পেয়ে আমি আনন্দিত।’

আকিবের বন্ধু আবিদ হাসান বলেন, ‘এ রকম আয়োজনের অভিজ্ঞতা এই প্রথম। কয়েকজন মিলে আলোচনা করে উদ্যোগটি নিই। এই ব্যতিক্রমী অনুষ্ঠানে বন্ধু, বড় ও ছোট ভাই—সবাই মিলে নেচে-গেয়ে অনেক আনন্দ করেছি। স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে এই অনুষ্ঠান আমাদের আজীবন মনে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত