নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
একদল তরুণের পরনে হলুদ পাঞ্জাবি। সাদা পর্দায় তৈরি করা হয়েছে ছোট একটি মঞ্চ। এর ওপর সাজানো বাঁশের ডালা, কুলা, চালুন, মাটির ঘড়া ও মটকা। আর মঞ্চটির পেছনে লেখা ‘আকিবের গায়ে হলুদ’। এটি কোনো বাসাবাড়ি কিংবা কমিউনিটি সেন্টারের চিত্র নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলের পুকুরপাড়।
গতকাল শুক্রবার বিকেলে এভাবেই ক্যাম্পাসে রাবি শিক্ষার্থী আকিবুল ইসলাম ও সাদিয়া আফরোজের গায়েহলুদ হয়েছে। ব্যতিক্রমী এই গায়েহলুদের আয়োজন করেন বরের বন্ধুরা। গ্রামবাংলার সেই চিরায়ত হলুদবাটা, মেহেদিবাটা, মিষ্টি-মিঠাই, ফলমূল—সবকিছুই ছিল সেখানে।
জানা গেছে, ক্যাম্পাস থেকে আকিবের বাড়ি অনেক দূরে হওয়ায় বন্ধুদের অনেকেই গায়েহলুদের অনুষ্ঠানে অংশ নিতে পারতেন না। তাই ক্যাম্পাসেই এই আয়োজন।
বর আকিবুল ইসলাম ও কনে সাদিয়া আফরোজ—দুজনেই বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। আকিবুলের বাড়ি শেরপুর। সাদিয়ার বাড়ি রাজশাহী নগরীর পদ্মা আবাসিকে। পড়াশোনার পাশাপাশি আকিবুল একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। গায়েহলুদের পরদিন গতকাল শনিবার কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। দুই পরিবারের সম্মতিতেই হয় বিয়ে।
ক্যাম্পাসে গায়েহলুদের অনুষ্ঠান বিষয়ে আকিবুল ইসলাম আকিব বলেন, ‘বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠানে হয়তো এদের কাউকেই পেতাম না। তাই আমার খুব ইচ্ছে ছিল, ক্যাম্পাসে এমন একটি আয়োজন হোক। বন্ধু ও ছোট ভাইয়েরা মিলে আমার সেই আশা পূরণ করল। ক্যাম্পাসের সবাইকে একসঙ্গে পেয়ে আমি আনন্দিত।’
আকিবের বন্ধু আবিদ হাসান বলেন, ‘এ রকম আয়োজনের অভিজ্ঞতা এই প্রথম। কয়েকজন মিলে আলোচনা করে উদ্যোগটি নিই। এই ব্যতিক্রমী অনুষ্ঠানে বন্ধু, বড় ও ছোট ভাই—সবাই মিলে নেচে-গেয়ে অনেক আনন্দ করেছি। স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে এই অনুষ্ঠান আমাদের আজীবন মনে থাকবে।’
একদল তরুণের পরনে হলুদ পাঞ্জাবি। সাদা পর্দায় তৈরি করা হয়েছে ছোট একটি মঞ্চ। এর ওপর সাজানো বাঁশের ডালা, কুলা, চালুন, মাটির ঘড়া ও মটকা। আর মঞ্চটির পেছনে লেখা ‘আকিবের গায়ে হলুদ’। এটি কোনো বাসাবাড়ি কিংবা কমিউনিটি সেন্টারের চিত্র নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলের পুকুরপাড়।
গতকাল শুক্রবার বিকেলে এভাবেই ক্যাম্পাসে রাবি শিক্ষার্থী আকিবুল ইসলাম ও সাদিয়া আফরোজের গায়েহলুদ হয়েছে। ব্যতিক্রমী এই গায়েহলুদের আয়োজন করেন বরের বন্ধুরা। গ্রামবাংলার সেই চিরায়ত হলুদবাটা, মেহেদিবাটা, মিষ্টি-মিঠাই, ফলমূল—সবকিছুই ছিল সেখানে।
জানা গেছে, ক্যাম্পাস থেকে আকিবের বাড়ি অনেক দূরে হওয়ায় বন্ধুদের অনেকেই গায়েহলুদের অনুষ্ঠানে অংশ নিতে পারতেন না। তাই ক্যাম্পাসেই এই আয়োজন।
বর আকিবুল ইসলাম ও কনে সাদিয়া আফরোজ—দুজনেই বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। আকিবুলের বাড়ি শেরপুর। সাদিয়ার বাড়ি রাজশাহী নগরীর পদ্মা আবাসিকে। পড়াশোনার পাশাপাশি আকিবুল একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। গায়েহলুদের পরদিন গতকাল শনিবার কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। দুই পরিবারের সম্মতিতেই হয় বিয়ে।
ক্যাম্পাসে গায়েহলুদের অনুষ্ঠান বিষয়ে আকিবুল ইসলাম আকিব বলেন, ‘বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠানে হয়তো এদের কাউকেই পেতাম না। তাই আমার খুব ইচ্ছে ছিল, ক্যাম্পাসে এমন একটি আয়োজন হোক। বন্ধু ও ছোট ভাইয়েরা মিলে আমার সেই আশা পূরণ করল। ক্যাম্পাসের সবাইকে একসঙ্গে পেয়ে আমি আনন্দিত।’
আকিবের বন্ধু আবিদ হাসান বলেন, ‘এ রকম আয়োজনের অভিজ্ঞতা এই প্রথম। কয়েকজন মিলে আলোচনা করে উদ্যোগটি নিই। এই ব্যতিক্রমী অনুষ্ঠানে বন্ধু, বড় ও ছোট ভাই—সবাই মিলে নেচে-গেয়ে অনেক আনন্দ করেছি। স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে এই অনুষ্ঠান আমাদের আজীবন মনে থাকবে।’
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) চার নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন একই সংগঠনের এক নেত্রী। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের হুমকি, অপহরণের চেষ্টা এবং হামলার অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা
১৫ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে আট যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। গতকাল বুধবার রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৭ ঘণ্টা আগে