Ajker Patrika

আদিতমারীতে ব্যবসায়ীর বাড়ি-গুদাম থেকে ৩৩১ বস্তা সার জব্দ

লালমনিরহাট প্রতিনিধি 
লালমনিরহাটের আদিতমারীতে ব্যবসায়ী হিরা লাল রায়ের বাড়ি থেকে জব্দ করা সার। ছবি: আজকের পত্রিকা
লালমনিরহাটের আদিতমারীতে ব্যবসায়ী হিরা লাল রায়ের বাড়ি থেকে জব্দ করা সার। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের আদিতমারীতে অবৈধভাবে মজুতের অভিযোগে হিরা লাল রায় নামের এক ব্যবসায়ীর বাড়ি, দোকান ও গুদাম থেকে ৩৩১ বস্তা সার জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামে এই ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব সার জব্দ ও জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবি মৌসুমে ফসল চাষাবাদের শুরুতে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন কতিপয় ব্যবসায়ী। এ কারণে জেলাব্যাপী সার নিয়ে কৃষকদের মাঝে হাহাকার উঠেছে। সারের বাজার নিয়ন্ত্রণে মজুতদার ও অবৈধ সার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান শুরু করে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওমর ফারুক পুলিশ নিয়ে আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানের সময় উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের হিরা লাল রায়ের দোকান, বাড়ি ও ভাড়া নেওয়া গুদামসহ চার স্থান থেকে প্রায় ৩৩১ বস্তা সার জব্দ করে। অবৈধভাবে সার মজুতের অপরাধে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাটের আদিতমারীতে ব্যবসায়ী হিরা লাল রায়ের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে জব্দ করা সার। ছবি: আজকের পত্রিকা
লালমনিরহাটের আদিতমারীতে ব্যবসায়ী হিরা লাল রায়ের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে জব্দ করা সার। ছবি: আজকের পত্রিকা

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, হিরা লাল রায় নামের একজন অনুমোদনহীন সার বিক্রেতার দোকান বাড়ি ও পাশের বাড়িতে অবৈধ মজুত করে রাখা ৩৩১ বস্তা সার জব্দ করা হয়েছে। সার মজুতের দায়ে তাঁর ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ‘সারের অবৈধ মজুত রোধে জেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অবৈধ মজুতের দায়ে সার জব্দসহ অসাধু ব্যবসায়ীদের জরিমানা আদায় করা হচ্ছে। জেলায় সারের কোনো সংকট নেই।’ অবৈধ মজুত ও অতিরিক্ত দাম রোধে স্থানীয় কৃষি বিভাগ এবং উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

বাংলাদেশিদের জীবন ধ্বংসকারী সমস্যা মোকাবিলায় গণতন্ত্র-নির্বাচন গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত