ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে পাঙ্গাঁ মহেশ চন্দ্র লালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা এ অভিযোগ তুলেছেন। এ ছাড়াও বিদ্যালয়ে কর্মচারী নিয়োগের কথা বলে ম্যানেজিং কমিটির সদস্যেদের ফাঁকা রেজুলেশন বইয়ে অতিরিক্ত স্বাক্ষর নেওয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বিপিএএ এর কাছে লিখিত অভিযোগ করেন তাঁরা।
অভিযোগকারীরা হলেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মানিক চন্দ্র বর্মণ, মো. খতেজুর ইসলাম, মো. মমিনুর রহমান, মোছা. মরিয়ম বেগম।
ম্যানেজিং কমিটির ৪ সদস্যের স্বাক্ষরিত অভিযোগ সূত্রে জানা গেছে, এ বিদ্যালয়ে চলতি বছরের ৬ আগস্ট একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ওই নিয়োগ পরীক্ষা শেষ করতে প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটন সুকৌশলে সদস্যদের রেজুলেশন বইতে অতিরিক্ত স্বাক্ষর করে নেন। গত ছয় মাসে সদস্যদের নিয়ে বিদ্যালয়ের কোনো সভা ডাকা হয়নি। পরে ম্যানেজিং কমিটির সভা না ডেকে বিদ্যালয়ের আয় ব্যয়সহ বিদ্যালয়ের বিভিন্ন হিসাব নিকাশ পূর্বে স্বাক্ষর নেওয়া ফাঁকা রেজুলেশন বইতে রেজুলেশন লিখে হিসাব নিকাশ দিতে টালবাহানা করেন।
উল্লেখিত স্বাক্ষর নেওয়া ফাঁকা রেজুলেশন বই উদ্ধার ও বিদ্যালয়ের অর্থ আত্মসাতের প্রতিকার চেয়ে ইউএনও নাজমুল আলম বিপিএএর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এ ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা মাধ্যমিক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবগতির জন্য অনুলিপি দেওয়া হয়েছে।
অভিযোগকারী মানিক চন্দ্র বর্মণ বলেন, প্রধান শিক্ষক নিয়োগ কথা বলে রেজুলেশন বইয়ের অনেক ফাঁকা কাগজে আমাদের কাছে স্বাক্ষর নেয়। এখন তিনি সেই স্বাক্ষর দিয়ে সব কাজ করছে। আমাদের কোনো হিসাব দিচ্ছে না। কোনো মিটিংও ডাকছে না।
প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে সর্বশেষ ২৭ সেপ্টেম্বর মিটিং করা হয়েছে এবং তাঁদের উপস্থিতির স্বাক্ষর আছে।
ইউএনও নাজমুল আলম বিপিএএ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করার জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারীর ডোমারে পাঙ্গাঁ মহেশ চন্দ্র লালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা এ অভিযোগ তুলেছেন। এ ছাড়াও বিদ্যালয়ে কর্মচারী নিয়োগের কথা বলে ম্যানেজিং কমিটির সদস্যেদের ফাঁকা রেজুলেশন বইয়ে অতিরিক্ত স্বাক্ষর নেওয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বিপিএএ এর কাছে লিখিত অভিযোগ করেন তাঁরা।
অভিযোগকারীরা হলেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মানিক চন্দ্র বর্মণ, মো. খতেজুর ইসলাম, মো. মমিনুর রহমান, মোছা. মরিয়ম বেগম।
ম্যানেজিং কমিটির ৪ সদস্যের স্বাক্ষরিত অভিযোগ সূত্রে জানা গেছে, এ বিদ্যালয়ে চলতি বছরের ৬ আগস্ট একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ওই নিয়োগ পরীক্ষা শেষ করতে প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটন সুকৌশলে সদস্যদের রেজুলেশন বইতে অতিরিক্ত স্বাক্ষর করে নেন। গত ছয় মাসে সদস্যদের নিয়ে বিদ্যালয়ের কোনো সভা ডাকা হয়নি। পরে ম্যানেজিং কমিটির সভা না ডেকে বিদ্যালয়ের আয় ব্যয়সহ বিদ্যালয়ের বিভিন্ন হিসাব নিকাশ পূর্বে স্বাক্ষর নেওয়া ফাঁকা রেজুলেশন বইতে রেজুলেশন লিখে হিসাব নিকাশ দিতে টালবাহানা করেন।
উল্লেখিত স্বাক্ষর নেওয়া ফাঁকা রেজুলেশন বই উদ্ধার ও বিদ্যালয়ের অর্থ আত্মসাতের প্রতিকার চেয়ে ইউএনও নাজমুল আলম বিপিএএর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এ ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা মাধ্যমিক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবগতির জন্য অনুলিপি দেওয়া হয়েছে।
অভিযোগকারী মানিক চন্দ্র বর্মণ বলেন, প্রধান শিক্ষক নিয়োগ কথা বলে রেজুলেশন বইয়ের অনেক ফাঁকা কাগজে আমাদের কাছে স্বাক্ষর নেয়। এখন তিনি সেই স্বাক্ষর দিয়ে সব কাজ করছে। আমাদের কোনো হিসাব দিচ্ছে না। কোনো মিটিংও ডাকছে না।
প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে সর্বশেষ ২৭ সেপ্টেম্বর মিটিং করা হয়েছে এবং তাঁদের উপস্থিতির স্বাক্ষর আছে।
ইউএনও নাজমুল আলম বিপিএএ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করার জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো ভবনের আগুন প্রায় ২৭ ঘণ্টার চেষ্টায় নিভেছে। এর আগেই ভবনে থাকা আমদানি করা সব পণ্য পুড়ে গেছে। এগুলোর মধ্যে ছিল জীবন রক্ষাকারী ওষুধ তৈরির কাঁচামাল, গার্মেন্টস পণ্য, কম্পিউটার ও মোবাইলের যন্ত্রাংশ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের
৫ মিনিট আগেবাগেরহাটের মোংলা ও খুলনার দাকোপ উপজেলার ১০ হাজারের বেশি শ্রমিককে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে দুটি নদী পার হয়ে প্রতিদিন কর্মস্থল মোংলা ইপিজেড ও মোংলা বন্দর শিল্পাঞ্চলে আসা-যাওয়া করতে হয়। এসব কর্মজীবী মানুষকে পারাপারে ট্রলারচালক ও মালিক সমিতি কোনো নিয়মনীতির তোয়াক্কা করে না বলে অভিযোগ রয়েছে।
১১ মিনিট আগেসুনামগঞ্জের যাদুকাটা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে নদীর তীরবর্তী বসতবাড়ি ও কৃষিজমি থেকে শুরু করে রাস্তাঘাট, ৮৬ কোটি টাকার আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতু এবং ঐতিহ্যবাহী অদ্বৈত মন্দিরের মতো স্থাপনা।
১৪ মিনিট আগেচট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সারিবদ্ধ আটটি কফিন। প্রতিটিতে শায়িত একেকজন প্রবাসী। কিছুদিন আগেই তাঁরা হাসিমুখে বিদেশে পাড়ি দিয়েছিলেন। সন্তানের কপালে চুমু দিয়ে, স্ত্রীকে সন্তানের দায়িত্ব বুঝিয়ে দিয়ে দেশ ছেড়েছিলেন। মা-বাবার কাছে আরজি ছিল, ‘নিজের খেয়াল রেখো।’ কিন্তু আজ তাঁরা নিথর।
১৮ মিনিট আগে