বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে গতকাল শনিবার দুপুরে রতন সাহা নামের এক সনাতন ধর্মীয় ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মেয়ের বিয়ের জন্য গচ্ছিত নগদ টাকা, স্বর্ণসহ বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব ওই পরিবারকে সহায়তার জন্য স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ব্যবসায়ী, রাজনীতিক ও সাধারণ মানুষ খাদ্যসামগ্রী, কাঁথা, কম্বল, মশারি, জামা–কাপড় ও নগদ টাকা নিয়ে সহযোগিতায় এগিয়ে এসেছেন। মুসলিমদের এই সহায়তা ও সহমর্মিতা পেয়ে নিঃস্ব পরিবারটি অভিভূত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জামায়াত নেতা, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সামর্থ্য অনুযায়ী সহায়তা নিয়ে ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। রাতে রতন সাহাকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, কম্বল, মশারি, জামা–কাপড় ও খলপা দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আনারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকসহ স্থানীয় নেতারা।
এ সময় মুসলিম সম্প্রদায়ের স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ব্যক্তিগত উদ্যোগে ওই পরিবারকে খাদ্যসামগ্রী, কাঁথা, কম্বল, জামা–কাপড় ও নগদ টাকা দিয়ে সহযোগিতা করেছেন। বিপদের সময় মুসলিম সম্প্রদায়ের বিপুল সহমর্মিতা ও সহায়তা পেয়ে রতন সাহা আবেগে আপ্লুত হয়ে সবাইকে করজোড়ে কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই পরিবারকে ঢেউটিন, নগদ টাকা ও খাদ্যসামগ্রী দেওয়া হবে।
বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে গতকাল শনিবার দুপুরে রতন সাহা নামের এক সনাতন ধর্মীয় ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মেয়ের বিয়ের জন্য গচ্ছিত নগদ টাকা, স্বর্ণসহ বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব ওই পরিবারকে সহায়তার জন্য স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ব্যবসায়ী, রাজনীতিক ও সাধারণ মানুষ খাদ্যসামগ্রী, কাঁথা, কম্বল, মশারি, জামা–কাপড় ও নগদ টাকা নিয়ে সহযোগিতায় এগিয়ে এসেছেন। মুসলিমদের এই সহায়তা ও সহমর্মিতা পেয়ে নিঃস্ব পরিবারটি অভিভূত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জামায়াত নেতা, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সামর্থ্য অনুযায়ী সহায়তা নিয়ে ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। রাতে রতন সাহাকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, কম্বল, মশারি, জামা–কাপড় ও খলপা দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আনারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকসহ স্থানীয় নেতারা।
এ সময় মুসলিম সম্প্রদায়ের স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ব্যক্তিগত উদ্যোগে ওই পরিবারকে খাদ্যসামগ্রী, কাঁথা, কম্বল, জামা–কাপড় ও নগদ টাকা দিয়ে সহযোগিতা করেছেন। বিপদের সময় মুসলিম সম্প্রদায়ের বিপুল সহমর্মিতা ও সহায়তা পেয়ে রতন সাহা আবেগে আপ্লুত হয়ে সবাইকে করজোড়ে কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই পরিবারকে ঢেউটিন, নগদ টাকা ও খাদ্যসামগ্রী দেওয়া হবে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাইভেট পড়ে ফেরার পথে বাসের ধাক্কায় নুসরাত জাহান তন্নী (১৫) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের হারুয়া এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার ওই তিন যাত্রী হতাহত হয়। এ ঘটনায় পুলিশ...
৪ মিনিট আগেঢাকার সাভারে পাকা রাস্তা ও ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগে পৌরসভায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকালে দুদকের সহকারী পরিচালক আরিফ আহাম্মদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
৭ মিনিট আগেবিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক অস্ত্র হাতে দলীয় কার্যালয়ে হাজির হওয়ার ব্যাখ্যা দিয়েছেন। আজ সোমবার দুপুরে জামালপুর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন। ১ এপ্রিল তিনি অস্ত্র হাতে দলীয় কার্যালয়ে হাজির হন।
২২ মিনিট আগেবগুড়ায় দুই সাংবাদিকসহ তিনজনের ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। গতকাল রোববার (৬ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে তথ্য–প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া শহরের বনানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুটি বার্মিজ চাকু, দুটি মোটরসাইকেল ও তিনটি
৩২ মিনিট আগে