Ajker Patrika

ডিগ্রি সমমানের দাবিতে ডিসি অফিসে অবস্থান কর্মসূচি

রংপুর প্রতিনিধি
ডিগ্রি সমমানের দাবিতে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
ডিগ্রি সমমানের দাবিতে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

নার্সিং শিক্ষার মর্যাদা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে ডিগ্রি সমমানের দাবিতে রংপুরে আন্দোলনে নেমেছেন ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। সকাল থেকে তাঁরা রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আজ (২৯ মে) রাজধানীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিতব্য আন্তমন্ত্রণালয় সভার দিকে তাকিয়ে আছেন তাঁরা। তাঁদের একমাত্র দাবি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান দিতে হবে।

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি মানা না হলে আন্দোলন চলবে আরও কঠোরভাবে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান নিয়ে এক দফা দাবিতে জমায়েত হন বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রংপুর জেলার ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (১২: ২৫) কর্মসূচি চলছে।

আন্দোলনকারীরা বলেন, ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও তারা উচ্চশিক্ষা, সরকারি-বেসরকারি চাকরি ও বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতায় পড়ছেন। ডিগ্রি সমমান না থাকায় তারা নানা বৈষম্যের শিকার হচ্ছেন।

রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থী আনিকা আক্তার রিয়া বলেন, ‘আমাদের পেশা সেবাধর্মী। কিন্তু এই সেবার পেছনে যে ত্যাগ-তিতিক্ষা, তার সম্মান যেন প্রশ্নের মুখে না পড়ে। আমরা শুধু ন্যায্য স্বীকৃতি চাই। আজ যে বৈঠক আছে, সেখানে যেন দাবি মেনে নেওয়া হয়। আমরা ঘরে ফিরতে চাই, ক্লাসে ফিরতে চাই। আমাদের যেন কঠোর আন্দোলন গড়তে বাধ্য করা না হয়।’

আরেক শিক্ষার্থী উম্মে হাবিবা বলেন, ‘ডিপ্লোমা কোর্সগুলোকে ডিগ্রির সমমান না দিলে আগামী প্রজন্ম নার্সিং পেশা থেকে মুখ ফিরিয়ে নেবে। এর ফলে দেশের স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। আমরা অপেক্ষায় আছি ইতিবাচক খবরের। নেতিবাচক কিছু এলে এখান থেকেই দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

নার্সিং স্টুডেন্ট অরগানাইজেশনের মহাসচিব মোশাররফ হোসেন বলেন, ‘আমরা জানতে পেরেছি, আজ (২৯ মে) আন্তমন্ত্রণালয় সভা রয়েছে। এই সভায় আমাদের দাবি বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না এলে আমরা আরও কঠোর আন্দোলনের পথে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত