পাটগ্রাম ( লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টাব্যাপী বৈঠকটি উপজেলার কুচলিবাড়ী ইউনিয়ন সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পানবাড়ী এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সীমান্তসংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিএসএফকে সমন্বয় সভায় অংশ নেওয়ার আহ্বান জানায় বিজিবি। সভায় বাংলাদেশের পক্ষে বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ আট সদস্যের এবং ভারতের পক্ষে জলপাইগুড়ি সেক্টর কমান্ডার ডিআইজি রাজিব গৌতম ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
আলোচনাসভায় বিএসএফের পক্ষ থেকে সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, দুষ্কৃতকারীর ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া কাটা, বাংলাদেশি সীমান্ত এলাকার বাসিন্দাদের শূন্যরেখায় গবাদিপশু চরানো, যেকোনো সমস্যা হলে সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল অথবা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান, ভারতীয় জমির ফসল যাতে বাংলাদেশি নাগরিকেরা না কাটে, চোরাকারবারিদের বিএসএফের ওপর আক্রমণ বন্ধ করা ও দহগ্রাম এবং কুচলিবাড়ী সীমান্তে চোরাচালান বন্ধ করার প্রসঙ্গ তোলা হয়।
অন্যদিকে বিজিবির পক্ষ থেকে চোরাকারবারি আটক করলে আইনি ব্যবস্থা গ্রহণ, সীমান্তে গুলি করে নিরীহ জনগণকে হত্যা না করা, যেকোনো বিষয়ে সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল এবং পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান নিয়ে আলোচনা করা হয়।
উল্লিখিত বিষয়গুলো নিয়ে উভয় বাহিনী বিস্তর আলোচনা করে একমত পোষণ করে বলে বিজিবির সূত্র জানিয়েছে।
সমন্বয় সভায় বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন রংপুর বিজিবি ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন, ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম প্রমুখ।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টাব্যাপী বৈঠকটি উপজেলার কুচলিবাড়ী ইউনিয়ন সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পানবাড়ী এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সীমান্তসংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিএসএফকে সমন্বয় সভায় অংশ নেওয়ার আহ্বান জানায় বিজিবি। সভায় বাংলাদেশের পক্ষে বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ আট সদস্যের এবং ভারতের পক্ষে জলপাইগুড়ি সেক্টর কমান্ডার ডিআইজি রাজিব গৌতম ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
আলোচনাসভায় বিএসএফের পক্ষ থেকে সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, দুষ্কৃতকারীর ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া কাটা, বাংলাদেশি সীমান্ত এলাকার বাসিন্দাদের শূন্যরেখায় গবাদিপশু চরানো, যেকোনো সমস্যা হলে সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল অথবা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান, ভারতীয় জমির ফসল যাতে বাংলাদেশি নাগরিকেরা না কাটে, চোরাকারবারিদের বিএসএফের ওপর আক্রমণ বন্ধ করা ও দহগ্রাম এবং কুচলিবাড়ী সীমান্তে চোরাচালান বন্ধ করার প্রসঙ্গ তোলা হয়।
অন্যদিকে বিজিবির পক্ষ থেকে চোরাকারবারি আটক করলে আইনি ব্যবস্থা গ্রহণ, সীমান্তে গুলি করে নিরীহ জনগণকে হত্যা না করা, যেকোনো বিষয়ে সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল এবং পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান নিয়ে আলোচনা করা হয়।
উল্লিখিত বিষয়গুলো নিয়ে উভয় বাহিনী বিস্তর আলোচনা করে একমত পোষণ করে বলে বিজিবির সূত্র জানিয়েছে।
সমন্বয় সভায় বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন রংপুর বিজিবি ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন, ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম প্রমুখ।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন
৯ মিনিট আগেরাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীর করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১১ জুলাই অভিযুক্ত মুন্না ইমেইলে ওই ছাত্রীর কাছে তাঁর একটি সম্পাদিত (এডিট) নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়েছিলেন।
১ ঘণ্টা আগেঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি।
২ ঘণ্টা আগেকাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পিরোজপুর এলজিইডি কার্যালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের...
২ ঘণ্টা আগে