Ajker Patrika

বাংলাদেশি তরুণকে ধরে নিয়ে গেল বিএসএফ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ২০: ৩৩
বাংলাদেশি তরুণকে ধরে নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে আজিনুর ইসলাম (২৪) নামের এক তরুণকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আজিনুর পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রামের নূর হোসেনের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের কোচবিহারের মাথাভাঙ্গা থানার ঝোংপাড়া এলাকা ও লালমনিরহাটের পাটগ্রামের বাউরা ইউনিয়নের জমগ্রামের ডাঙ্গাটারি এলাকা পাশাপাশি। দুপুরে এই সীমান্ত-লাগোয়া বাংলাদেশ অংশের ভুট্টাখেত থেকে গরুকে খাওয়ানোর জন্য পাতা আনতে যান আজিনুর। এ সময় ভারতের কোচবিহার ৩০ বিএসএফ ব্যাটালিয়নের সরস্বতী ক্যাম্পের টহল দলের সদস্যরা ঝোংপাড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে চোরাকারবারি সন্দেহে আজিনুরকে আটক করেন। ঘটনা জানার পরই বিজিবির ডাঙ্গাটারি ক্যাম্প থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়। কিন্তু ৩ ঘণ্টা পার হলেও বিএসএফের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

বাউরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আসাদুল ইসলাম বলেন, বিএসএফ বাংলাদেশি যুবক আজিনুরকে ধরে নিয়ে গেছে। সে চোরাকারবারি নয়।

এ বিষয়ে বিজিবির ডাঙ্গাটারি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত