Ajker Patrika

পলাশবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
পলাশবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

গাইবান্ধার পলাশবাড়ীতে পণ্যবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই উত্তম কুমার (৪৫) নামের ওই বাসের চালক নিহত হয়েছেন। 

সোমবার (২৯ মে) দিনগত রাত ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের সরকার ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

উত্তম কুমার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার বাসিন্দা। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরাদুর্ঘটনার শিকার বাসটির যাত্রী নাজমুল জানান, ঢাকা থেকে অরিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা যাচ্ছিল। তিনি চালকের পেছনের সিটে বসে ছিলেন। পথে পলাশবাড়ী পৌর শহরের সরকার ফিলিং স্টেশনের পাশে অন্য গাড়ির চাপে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসচালক উত্তম ঘটনাস্থলেই নিহত হন। 

মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়স্থানীয়রা জানান, সংঘর্ষের পর বাসটি সড়কের পাশের একটি টি-স্টলে ঢুকে যায়। সৌভাগ্যক্রমে দোকানি জিয়া বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। সংঘর্ষের পর বাসের ড্যাশ বোর্ডসহ চালকের সিটের সম্পূর্ণ অংশ বাইরে ছিটকে যায়। সেই সঙ্গে বিকট শব্দে সামনের চাকা ফেটে যায়। 

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মশিউর রহমান নিহতের পরিচয় নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান হয়।’ 

মুখোমুখি সংঘর্ষে পণ্যবাহী ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘নিহত বাসচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত