Ajker Patrika

ক্রীড়া অঙ্গনে ইউএনওর অনন্য উদ্যোগ

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ৪১
ক্রীড়া অঙ্গনে ইউএনওর অনন্য উদ্যোগ

মানসম্মত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্ আল মামুন। যোগদানের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেন তিনি। 

প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে জনপ্রিয় টেনিস খেলার জন্য একটি দৃষ্টিনন্দন টেনিস কোর্ট নির্মাণ করে উপজেলার ক্রীড়া অঙ্গনে চমক সৃষ্টি করেছেন। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্বরে এটি নির্মাণ করা হয়। নিয়মিত কাজের পাশাপাশি এসব করেছেন তিনি। সম্প্রতি সেটির উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

স্থানীয়রা বলছেন, অনন্য সব উদ্যোগে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছেন ইউএনও। বর্তমানে টেনিস কোর্ট নির্মাণ করে তরুণ প্রজন্মকে খেলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এতে করে নিয়মিত শারীরিক চর্চার মাধ্যমে যুবসমাজকে মাদকের প্রভাবমুক্ত রেখে মানসিক বিকাশে সহায়ক হবে। 

দৃষ্টিনন্দন টেনিস কোর্ট নির্মাণ করা হয়েছে সাপাহার উপজেলা চত্বরে। সম্প্রতি সেটির উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারস্থানীয় একটি ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, মাদকের প্রভাব থেকে তরুণ ও যুবসমাজকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করবে এই টেনিস খেলা। অন্যান্য খেলার মতো নিয়মিত টেনিস খেলা সুস্বাস্থ্য ও মানসিক বিকাশে সহায়ক হবে। 

ইউএনও আব্দুল্লাহ্ আল মামুন বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে টেনিস কোর্টটি নির্মাণ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত