Ajker Patrika

ধান-চালের অবৈধ মজুত, এসিআইসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

 নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় অবৈধভাবে ধান-চাল মজুতের বিরুদ্ধে অভিযান। ছবি: আজকের পত্রিকা
নওগাঁয় অবৈধভাবে ধান-চাল মজুতের বিরুদ্ধে অভিযান। ছবি: আজকের পত্রিকা

নওগাঁয় অবৈধভাবে ধান-চাল মজুত, ধানের জাত ও মিলের নাম না লেখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগ।

অভিযানে এসিআই ফুডসসহ ছয়টি চালকল ও প্রতিষ্ঠানে ৬ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন রাইস মিল ও গুদামে টানা সাড়ে চার ঘণ্টা এই অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করেন গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর সদস্যরা।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ ও জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার।

সংশ্লিষ্টরা জানান, অভিযানে মহাদেবপুরের চকগৌরী এলাকার জিহাদ চালকলকে অবৈধ ধান মজুতের দায়ে ১ লাখ টাকা, সরস্বতীপুর এলাকার এসিআই ফুডস লিমিটেড রাইস ইউনিটকে আতপ চালের প্যাকেটে অতিরিক্ত মূল্য লেখার দায়ে ৫০ হাজার টাকা, হাট চকগৌরী এলাকার লাইলি চালকলকে অবৈধ মজুতের জন্য ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া চৌমাশিয়া এলাকার রাকিব চালকলকে ২ লাখ টাকা, মিলন ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, কুলসুম চালকলকে ৫০ হাজার টাকা এবং শহরের যুব উন্নয়ন এলাকার টি কে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

নওগাঁয় অবৈধভাবে ধান-চাল মজুতের বিরুদ্ধে অভিযান। ছবি: আজকের পত্রিকা
নওগাঁয় অবৈধভাবে ধান-চাল মজুতের বিরুদ্ধে অভিযান। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, ‘কয়েক দিন ধরে ধান-চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে চালকল ও রাইস মিলে অভিযান চালানো হচ্ছে। অভিযানে খাদ্য আইন লঙ্ঘনের বিভিন্ন প্রমাণ পাওয়া গেছে। ছয়টি প্রতিষ্ঠানে মোট ৬ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার বলেন, ‘বাজারে চালের দাম বাড়ার পেছনে মজুতদারির অভিযোগ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছিল। এ জন্য আমরা সরেজমিনে অভিযানে নেমেছি। যেসব রাইস মিলে অতিরিক্ত মজুত, নিয়ম না মেনে সংরক্ষণ কিংবা লাইসেন্সসংক্রান্ত জটিলতা রয়েছে, সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এ সময় আরও খাদ্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা। অভিযানে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং লাইসেন্স ও সংরক্ষণ নীতিমালার আওতায় আসার নির্দেশ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত