Ajker Patrika

কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক: চ্যাম্পিয়ন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৮: ৫৪
কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক: চ্যাম্পিয়ন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি
কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক: চ্যাম্পিয়ন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি

রাজশাহীতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘আমরাই সেরা’ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)। আজ রোববার সকালে রাজশাহীর নগর ভবনের হলরুমে ‘আধুনিক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকাই প্রধান’ এ বিষয়ে বিতর্কের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেতার, রাজশাহী আয়োজিত এ প্রতিযোগিতায় রানার আপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর। তিনি বিতার্কিকদের উদ্দেশে বলেন, ‘তোমরা অনেক ভালো করেছ। তবে কিছু জায়গায় তোমাদের সামান্য ঘাটতি রয়েছে। বাচনভঙ্গি ও বিপক্ষ দলকে প্রশ্ন করার কৌশলসহ তথ্যনির্ভর বক্তব্য প্রদানে তোমাদের আরও দক্ষ হতে হবে। এ বিষয়গুলোতে আরও ভালো করে তোমাদের সামনে এগিয়ে যেতে হবে। জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে আনতে হবে এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করতে হবে।’

বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘কোনো দেশের গণমাধ্যম যদি জবাবদিহিমূলক হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, তাহলে ওই দেশে দুর্ভিক্ষ থাকবে না। এই মুহূর্তে আমাদের দেশে রাষ্ট্র সংস্কার চলছে এবং ১০টি সংস্কার কমিশন গঠিত হয়েছে। সরকারের প্রভাবমুক্ত একটি শক্তিশালী গণমাধ্যম গঠন করতে হবে।’

অনুষ্ঠানে বাউয়েট উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মো. হাসান আখতার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কণক বক্তব্য দেন। বিতর্কটিতে মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মনিরুল হাসান। শ্রোতা হিসেবে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চূড়ান্ত বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রাবির বিতার্কিক মো. সিফাত হোসাইন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার আপ উভয় দলের হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেওয়া হয়। এ বছরের ১ আগস্ট শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ১৬টি দল অংশ নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত