Ajker Patrika

বগুড়ায় চাচাতো ভাইয়ের মারধরে কলেজছাত্রের মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১১: ০৫
Thumbnail image

বগুড়ার নন্দীগ্রামে দাদা-দাদির কবরস্থানে ময়লা-আবর্জনা ফেলাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের মারধরে কলেজপড়ুয়া জ্যাঠাতো ভাই নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত যুবকের নাম মো. রবিউল ইসলাম (২১)। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মনিনাগ গ্রামের আকরাম হোসেনের ছেলে। রবিউল সিংড়া উপজেলার কালীগঞ্জ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা বলছে, শনিবার সকাল ১০টার দিকে রবিউল ইসলাম ঈদের নামাজ আদায় করে তাঁর বাবার সঙ্গে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবর জিয়ারত করতে যান। কবরস্থানে ময়লা-আবর্জনা ফেলাকে কেন্দ্র করে সেখানে তাঁর চাচাতো ভাই শফিকুল ইসলাম ও রফিকুল ইসলামের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে তাঁর চাচাতো দুই ভাই লাঠি দিয়ে রবিউল ইসলামকে মারধর করেন। মাথায় আঘাত পেয়ে রবিউল গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে কুমিড়া পণ্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর পরই রফিকুল ও শফিকুল পালিয়ে গেছেন। রবিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত