Ajker Patrika

জয়পুরহাটের সবজি ঢাকায় নিয়ে বিক্রি করে দিন বদলেছে জাবেদের

মো. আতাউর রহমান, জয়পুরহাট
জয়পুরহাটের সবজি ঢাকায় নিয়ে বিক্রি করে দিন বদলেছে জাবেদের

জয়পুরহাটের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন কয়েক মণ বিভিন্ন ধরনের সবজি সংগ্রহ করেন জাবেদ আলী প্রামাণিক। পরে ট্রাকযোগে ঢাকায় নিয়ে সেসব বিক্রি শেষে রাতেই আবার বাড়ি ফেরেন। পরদিন আবার চলে এই কর্মযজ্ঞ। ১৯৯৫ সাল থেকে এভাবেই চলছে। এই কাজের মধ্য দিয়েই দিন বদলে গেছে জেলার কালাই উপজেলার পাঁচগ্রামের বাসিন্দা জাবেদ আলীর।

জাবেদ আলী প্রামাণিক বলেন, সামান্য জমি দিয়ে কীভাবে সংসার চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এরই মধ্যে ১৯৯৫ সালে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু নির্মাণ করা হয়। তাতে ঢাকায় চলাচল সহজ হয়। তখন তাঁর মাথার ঢাকা শহরে সবজি রপ্তানির বুদ্ধি আসে। সেই থেকেই এ ব্যবসা শুরু করেন তিনি। এরপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এখন স্ত্রী আর দুই ছেলেকে নিয়ে তাঁর দিন চলে নির্ভাবনায়।

একই গ্রামের শ্রমিক আরিফুল ইসলাম বলেন, ব্যাপারী জাবেদ আলী প্রামাণিক প্রতিদিন জয়পুরহাট সদরসহ, কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর ও পাঁচবিবির বিভিন্ন কৃষকের কাছ থেকে সবজি কিনে নেন। পরে ২৫ থেকে ৩০ জন শ্রমিক সেগুলো ট্রাকে লোডের জন্য বস্তাবন্দী করে ভ্যানযোগে আরতে নিয়ে যান। এ জন্য তাঁরা একবেলা খাবারসহ প্রতি দিন ৬০০-৭০০ টাকা পারিশ্রমিক পান। তাতে তাঁদের সংসারও ভালোভাবে চলে।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, জেলায় চলতি মৌসুমে ১ হাজার ৮০০ হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে এ পর্যন্ত সবজি উৎপাদন হয়েছে ১ হাজার ৪২৫ হেক্টর জমিতে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা এনামুল হক বলেন, ‘এ জেলায় উৎপাদিত বিভিন্ন সবজি এখন জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় রপ্তানি করা হচ্ছে। এ ক্ষেত্রে সবজি ব্যাপারী জাবেদ আলী প্রামাণিকের ভূমিকা ইতিবাচক। জয়পুরহাটের সবজি ঢাকায় বিক্রি করে তিনি তাঁরসহ অন্তত ২৫ জন শ্রমিকের সংসারে সচ্ছলতা এনে দিয়েছেন।’

জয়পুরহাট জেলা কৃষি বিপণন বিভাগের মাঠ ও বাজার পরিদর্শক রতন কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘জয়পুরহাট জেলায় উৎপাদিত বিভিন্ন সবজি জেলার চাহিদা মিটিয়ে প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা হচ্ছে। এ কাজ করে জেলার অনেকেই এখন সচ্ছল। জাবেদ আলী প্রামাণিক তাঁদেরই একজন।’
 
রতন কুমার আরও বলেন, ‘বর্তমানে বৃষ্টির কারণে সবজির ফুল ও জালি ঝরে যাচ্ছে। তাই উৎপাদন কমে যাওয়ায় বাজারে সবজির দাম কিছুটা বেড়ে গেছে। যা-ই হোক, সামনে শীতকাল। সবজির ভরা মৌসুম। আশা করি, তখন সবজির উৎপাদন বাড়বে এবং দামও থাকবে সহনীয় পর্যায়ে।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রাহেলা পারভীন আজকের পত্রিকাকে বলেন, সবজি উৎপাদনে উর্বর জেলা জয়পুরহাট। এখানকার কৃষকদের উৎপাদিত বিভিন্ন সবজি জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে প্রতিদিন। জাবেদ আলী প্রামাণিকের মতো অনেকেই এভাবে সবজি বিক্রি করে সচ্ছল জীবন যাপন করছেন।

রাহেলা পারভীন আরও বলেন, ‘তিন জাতের আলুসহ কিছু সবজি এখন বিদেশে রপ্তানি করা হচ্ছে। আর কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট কৃষক ও ব্যবসায়ীদের ইতিবাচক মনোভাবের কারণেই এটা সম্ভব হচ্ছে। এ কারণে জেলায় দিন দিন নিরাপদ সবজির উৎপাদন বাড়ছে। আর জেলার বাইরে সেগুলোর রপ্তানিও বেড়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত