গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বহিপাড়া উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাউনি কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে। খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান চালাতে হচ্ছে। মেরামতের সহযোগিতা চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, গত সোমবার রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় হয়। এতে বিদ্যালয়ের পাশাপাশি আম, পাকা ধান, ঘরবাড়ি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়। ওই রাতের ঝড়ে রহনপুর পৌর এলাকার বহিপাড়া উচ্চবিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষের টিনের ছাউনি উড়ে যায়। খোলা আকাশের নিচে ক্লাস চলায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী হ্নদয় আলী বলে, ‘সকালে বিদ্যালয়ে এসে দেখি ষষ্ঠ ও সপ্তম শ্রেণিকক্ষের টিনের ছাউনি উড়ে গেছে। শ্রেণিকক্ষের ভেতরেই খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে।’
আরেক শিক্ষার্থী শামসুন্নাহার বলে, খোলা আকাশের নিচে ক্লাস করতে অসুবিধা হচ্ছে। রোদ আর গরমে বসে থাকা যায় না। দ্রুত টিনের ছাউনিটি মেরামতের দাবি জানায় সে।
অভিভাবক খাইরুল ইসলাম জানান, ইতিপূর্বে বিদ্যালয়টি কয়েকবার ঝড়ে একই অবস্থা হয়েছিল। তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘টিনের ছাউনি দিয়ে আর নয়, নতুন করে পাকা বিল্ডিংয়ের ভিত তৈরি করা হোক।’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছে। যেন শিক্ষক ও শিক্ষার্থীরা ভালোভাবে পাঠদানে অংশ নিতে পারে।’
জাহাঙ্গীর কবির জানান, ঘর ও ঘরের ছাউনিগুলো মেরামতের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে আশ্বস্ত করেছে।
এ বিষয়ে উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান বলেন, ‘সংশ্লিষ্ট পৌরসভার মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বহিপাড়া উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাউনি কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে। খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান চালাতে হচ্ছে। মেরামতের সহযোগিতা চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, গত সোমবার রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় হয়। এতে বিদ্যালয়ের পাশাপাশি আম, পাকা ধান, ঘরবাড়ি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়। ওই রাতের ঝড়ে রহনপুর পৌর এলাকার বহিপাড়া উচ্চবিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষের টিনের ছাউনি উড়ে যায়। খোলা আকাশের নিচে ক্লাস চলায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী হ্নদয় আলী বলে, ‘সকালে বিদ্যালয়ে এসে দেখি ষষ্ঠ ও সপ্তম শ্রেণিকক্ষের টিনের ছাউনি উড়ে গেছে। শ্রেণিকক্ষের ভেতরেই খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে।’
আরেক শিক্ষার্থী শামসুন্নাহার বলে, খোলা আকাশের নিচে ক্লাস করতে অসুবিধা হচ্ছে। রোদ আর গরমে বসে থাকা যায় না। দ্রুত টিনের ছাউনিটি মেরামতের দাবি জানায় সে।
অভিভাবক খাইরুল ইসলাম জানান, ইতিপূর্বে বিদ্যালয়টি কয়েকবার ঝড়ে একই অবস্থা হয়েছিল। তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘টিনের ছাউনি দিয়ে আর নয়, নতুন করে পাকা বিল্ডিংয়ের ভিত তৈরি করা হোক।’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছে। যেন শিক্ষক ও শিক্ষার্থীরা ভালোভাবে পাঠদানে অংশ নিতে পারে।’
জাহাঙ্গীর কবির জানান, ঘর ও ঘরের ছাউনিগুলো মেরামতের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে আশ্বস্ত করেছে।
এ বিষয়ে উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান বলেন, ‘সংশ্লিষ্ট পৌরসভার মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।’
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
২ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
২ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে