Ajker Patrika

পেনশন ও গ্র্যাচুইটির টাকা পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি
পেনশন ও গ্র্যাচুইটির টাকা পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নাটোর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩৮৫ জন কর্মকর্তা-কর্মচারীসহ শ্রমিকদের পেনশন ও গ্র্যাচুইটি পাওনা ৪৯ কোটি টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। 

আজ রোববার সকালে চিনিকল গেটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সদস্যরা। এ সময় বক্তব্য দেন সংগঠনের সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ শ্রমিকেরা। 

বক্তারা দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণসহ শতভাগ গ্র্যাচুইটির অর্থ পরিশোধ ও সরকার নির্দেশিত বিভিন্ন ভাতা পরিশোধের দাবি জানান। 

সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘২০১৪ সালে মিল থেকে অবসর নেওয়ার আট বছর পেরিয়ে গেলেও শ্রমিক-কর্মচারীরা তাঁদের প্রাপ্য পাওনা পাচ্ছেন না। টাকার অভাবে অনেক কর্মচারী মানবেতর জীবন-যাপন করে মারা গেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে জীবন ধারণ করা কষ্টকর হয়ে গেছে। তাই অবিলম্বে পাওনা পরিশোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত