Ajker Patrika

বিমান বিধ্বস্ত: ছেলেকে অক্ষত পাওয়া গেলেও মা ফেরেননি

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১২: ১৫
আফসানা ও তাঁর সন্তান ওহী। ফাইল ছবি
আফসানা ও তাঁর সন্তান ওহী। ফাইল ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ছেলেকে আনতে গিয়েছিলেন আফসানা প্রিয়া (৩০)। যুদ্ধবিমান বিধ্বস্তের পর তিনি নিখোঁজ রয়েছেন। তৃতীয় শ্রেণি পড়ুয়া ছেলে আফসান ওহীকে (৯) অক্ষত পাওয়া গেলেও তার মা আফসানা প্রিয়া তিন দিন ধরে নিখোঁজ। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার।

নিখোঁজ আফসানা প্রিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই এলাকার ব্যবসায়ী আবদুল ওহাব মৃধার স্ত্রী।

বুধবার বেলা ১১টার দিকে আফসানার স্বজনেরা জানিয়েছেন, আজ বুধবার বেলা ১১টা পর্যন্ত দুর্ঘটনাস্থল, আশপাশের হাসপাতালসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও আফসানাকে পাওয়া যায়নি।

আফসানার দেবর হাসিবুল হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে আমরা আমাদের ভাবি ও তার সন্তান ওহীকে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর ওহিকে পাওয়া যায় স্কুলের একটি কক্ষে। আল্লাহর রহমতে ওহি অক্ষত ও ভালো আছে। কিন্তু তার মা আফসানা প্রিয়াকে কোথাও পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা সেনাবাহিনীসহ সব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। এখন তারা বলছে ডিএনএন দেওয়ার জন্য। পরে আমরা গত মঙ্গলবার ঢাকায় সিআইডির কাছে আফসানার পিতা-মাতার ডিএনএ দিয়েছি।’

হাসিবুল হাসান বলেন, ‘তৃতীয় শ্রেণির ছাত্র ওহি এখন শুধু তার মাকে খুঁজছে। আমরা তাকে কোনো সান্ত্বনা দিতে পারছি না। সে শুধু কান্নায় ভেঙে পড়ে জানতে চায়, আম্মু কোথায়? আমি আম্মুর কাছে যাব।’

আফসানার পরিবারের সদস্যরা জানান, অন্যান্য দিনের মতো সেদিনও দুপুরে ছেলেকে আনতে স্কুলে গিয়েছিলেন আফসানা প্রিয়া। ছেলের ছুটির অপেক্ষায় তিনি অভিভাবকদের কক্ষে অবস্থান করছিলেন। স্কুলে ছুটির ঘণ্টা বাজলেই ছেলেকে নিয়ে বাসায় ফিরবেন—হয়তো নিশ্চিন্ত মনে এমন কিছুই ভাবছিলেন। কিন্তু হঠাৎই বদলে গেল সবকিছু। বিকট শব্দে বিধ্বস্ত হলো বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান, ঠিক যেখানে তিনি বসে ছিলেন, তার খুব কাছে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে সর্বগ্রাসী আগুন, চারপাশে ধোঁয়া আর কান্নার রোল। এ সময় অভিভাবকেরা তাঁদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি করেন।

স্বজনেরা আরও জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাঁরা ছুটে যান ঘটনাস্থলে। তারা হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়িয়েছেন। একপর্যায়ে আফসান ওহীকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও তার মাকে এখনো পাওয়া যায়নি।

প্রসঙ্গত: সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া পাঁচটি হাসপাতালে চিকিৎসাধীন আছে ৬৮ জন। অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ ঘটনায় নিহত হয়েছে ৩১ জন এবং আহত হয়েছে ১৬৫ জন। নিহতদের মধ্যে ছয়জনের এখনো পরিচয় জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত