Ajker Patrika

কালীগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
ঝিনাইদহের কালীগঞ্জে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আমচি (৫৫) নামে এক নারী এবং আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৪০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। নিহত আমচি কালীগঞ্জ পৌরসভাধীন ঈশ্বরবা গ্রামের বাসিন্দা। তিনি একজন প্রতিবন্ধী ছিলেন। অন্যদিকে নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের হামিদুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। মরদেহ যশোর রেল পুলিশ ও কালীগঞ্জ থানার পুলিশ উদ্ধার করেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে নির্মাণশ্রমিক রুহুল আমিন মোটরসাইকেলযোগে কালীগঞ্জের দিকে আসছিলেন। পথে ঈশ্বরবা-কাশিপুরের মাঝামাঝি মাঠের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনচালিত নসিমন গাড়িতে ধাক্কা খায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, সকালে মোবারকগঞ্জ স্টেশনের অদূরে বাবরা গেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে কাটা পড়ে এক নারী নিহত হন। নিহত নারী মানসিক প্রতিবন্ধী বলে স্থানীয়রা জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত