নাটোর প্রতিনিধি
নাটোরের কাশিমপুর মহাশ্মশানের পাহারাদার তরুণ কুমার দাসের (৬০) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে মহাশ্মশানের ভোগঘরের বারান্দায় তরুণ কুমার দাসের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন শ্মশানের কর্মচারীরা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। শ্মশান মন্দিরের তালা ভেঙে ও গ্রিল কেটে নগদ টাকা ও পিতলের তৈজসপত্র লুট করা হয়েছে।
তরুণ দাস পৌর এলাকার আলাইপুর ধোপাপাড়া মহল্লার মৃত কালিপদ দাসের ছেলে। গত ২৫ বছর ধরে তিনি শ্মশান পাহারা দিচ্ছিলেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায় বলেন, ‘আজ সকালে মহাশ্মশান মন্দিরের অন্য কর্মচারী ও পাহারাদারেরা আমাকে ফোন দিয়ে জানায় যে, শ্মশানের ভোগঘরের বারান্দায় তরুণ কুমার দাসের মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে। খবর শুনে আমি শ্মশান কমিটির অন্য সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হই। গিয়ে দেখি দানবাক্স ও ভান্ডারঘরের তালা ভাঙা এবং গ্রিল কাটা। সম্ভবত তাঁকে হত্যা করেই এখানে মন্দিরের টাকাসহ বাসন-কোসন চুরি করা হয়েছে।’
তরুণ দাসের ছোট ভাই প্রদীপ কুমার দাস বলেন, ‘২৫ বছর ধরে দাদা শ্মশান পাহারা দিতে রাতে থাকতেন। এখানেই তিনি খাওয়া-দাওয়া করেন। এত বছর ধরে তিনি আছেন, কোনো দিন কোনো ঘটনা ঘটেনি। অথচ আজ দুর্বৃত্তদের হাতে প্রাণ চলে গেল।’
তরুণ দাসের ছেলে তপু দাস বলেন, ‘আমার বাবা অত্যন্ত নিরীহ একজন মানুষ ছিলেন। তাঁর কারও সঙ্গে শত্রুতা ছিল না। কেউ তাঁকে মারবে এটা আমরা কোনো দিন ভাবতে পারিনি। যারা বাবাকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে জানতে চাইলে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্মশানের ভান্ডারঘরের মালামাল লুটের কিছু আলামত পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূল্যবান বাসন-কোসনসহ চুরি দেখে ফেলায় তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
নাটোরের কাশিমপুর মহাশ্মশানের পাহারাদার তরুণ কুমার দাসের (৬০) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে মহাশ্মশানের ভোগঘরের বারান্দায় তরুণ কুমার দাসের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন শ্মশানের কর্মচারীরা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। শ্মশান মন্দিরের তালা ভেঙে ও গ্রিল কেটে নগদ টাকা ও পিতলের তৈজসপত্র লুট করা হয়েছে।
তরুণ দাস পৌর এলাকার আলাইপুর ধোপাপাড়া মহল্লার মৃত কালিপদ দাসের ছেলে। গত ২৫ বছর ধরে তিনি শ্মশান পাহারা দিচ্ছিলেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায় বলেন, ‘আজ সকালে মহাশ্মশান মন্দিরের অন্য কর্মচারী ও পাহারাদারেরা আমাকে ফোন দিয়ে জানায় যে, শ্মশানের ভোগঘরের বারান্দায় তরুণ কুমার দাসের মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে। খবর শুনে আমি শ্মশান কমিটির অন্য সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হই। গিয়ে দেখি দানবাক্স ও ভান্ডারঘরের তালা ভাঙা এবং গ্রিল কাটা। সম্ভবত তাঁকে হত্যা করেই এখানে মন্দিরের টাকাসহ বাসন-কোসন চুরি করা হয়েছে।’
তরুণ দাসের ছোট ভাই প্রদীপ কুমার দাস বলেন, ‘২৫ বছর ধরে দাদা শ্মশান পাহারা দিতে রাতে থাকতেন। এখানেই তিনি খাওয়া-দাওয়া করেন। এত বছর ধরে তিনি আছেন, কোনো দিন কোনো ঘটনা ঘটেনি। অথচ আজ দুর্বৃত্তদের হাতে প্রাণ চলে গেল।’
তরুণ দাসের ছেলে তপু দাস বলেন, ‘আমার বাবা অত্যন্ত নিরীহ একজন মানুষ ছিলেন। তাঁর কারও সঙ্গে শত্রুতা ছিল না। কেউ তাঁকে মারবে এটা আমরা কোনো দিন ভাবতে পারিনি। যারা বাবাকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে জানতে চাইলে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্মশানের ভান্ডারঘরের মালামাল লুটের কিছু আলামত পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূল্যবান বাসন-কোসনসহ চুরি দেখে ফেলায় তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
গুরুত্বপূর্ণ ও ব্যস্ত হলেও বেহাল রাজধানীর দোলাইরপাড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত সড়ক। এমনিতে অপ্রশস্ত সড়কটির বেশির ভাগ অংশই এখন ভাঙাচোরা, খানাখন্দে ভরা। সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে হেলেদুলে চলাচল করছে যানবাহন।
১০ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমানটি মাত্র সাত মিনিট উড়েছিল। ২১ জুলাই বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর যুদ্ধবিমানটি ১টা ১৩ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একটি একাডেমিক ভবনে আছড়ে পড়ে।
১০ মিনিট আগেগাইবান্ধায় তিস্তা ও ব্রহ্মপুত্রের ভাঙনে এর তীরবর্তী এলাকার বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েছে। সম্প্রতি হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে এরই মধ্যে তিন ফসলি জমি, ফলের বাগান, সড়ক এবং অর্ধশতাধিক বসতভিটাও নদীতে বিলীন হয়ে গেছে।
১ ঘণ্টা আগেগাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৪ ঘণ্টা আগে