বগুড়া প্রতিনিধি
হত্যার ঘটনার ফুটেজ এবং তথ্যের সন্ধানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন সাংবাদিক কমলেশ মোহন্ত শানু। পাঁচ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।
কমলেশ মোহন্ত শানু বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ পদে ছিলেন এবং বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে বাসের ধাক্কায় আহত হন তিনি। মোটরসাইকেলের আরোহী হয়ে মেডিকেল থেকে মোহাম্মদ আলী হাসপাতাল লিংক রোডে যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। এ ঘটনায় মোটরসাইকেল চালক সামান্য আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সাংবাদিক শানুর মৃত্যুর তথ্য নিশ্চিত করে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু বলেন, ‘গত শুক্রবার নামাজগড় এলাকায় একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মরদেহের ফুটেজ এবং তথ্য নেওয়ার জন্য শানু শজিমেক হাসপাতালে যান। এরপর মোটরসাইকেল নিয়ে ফেরার পথে মেডিকেলের গেটে দুর্ঘটনার শিকার হন তিনি। মাথায় আঘাত পেয়ে পাঁচ দিন আইসিইউতে ছিলেন তিনি। আজ মারা গেলেন।’
মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক লালন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মেডিকেল কলেজ গেটের সামনে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় আহত হন বৈশাখী টিভির সাংবাদিক। আমরা গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়। আজ মারা গেছেন। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতের ফলে সাংবাদিক শানুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
হত্যার ঘটনার ফুটেজ এবং তথ্যের সন্ধানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন সাংবাদিক কমলেশ মোহন্ত শানু। পাঁচ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।
কমলেশ মোহন্ত শানু বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ পদে ছিলেন এবং বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে বাসের ধাক্কায় আহত হন তিনি। মোটরসাইকেলের আরোহী হয়ে মেডিকেল থেকে মোহাম্মদ আলী হাসপাতাল লিংক রোডে যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। এ ঘটনায় মোটরসাইকেল চালক সামান্য আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সাংবাদিক শানুর মৃত্যুর তথ্য নিশ্চিত করে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু বলেন, ‘গত শুক্রবার নামাজগড় এলাকায় একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মরদেহের ফুটেজ এবং তথ্য নেওয়ার জন্য শানু শজিমেক হাসপাতালে যান। এরপর মোটরসাইকেল নিয়ে ফেরার পথে মেডিকেলের গেটে দুর্ঘটনার শিকার হন তিনি। মাথায় আঘাত পেয়ে পাঁচ দিন আইসিইউতে ছিলেন তিনি। আজ মারা গেলেন।’
মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক লালন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মেডিকেল কলেজ গেটের সামনে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় আহত হন বৈশাখী টিভির সাংবাদিক। আমরা গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়। আজ মারা গেছেন। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতের ফলে সাংবাদিক শানুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
নেপাল ও ভুটানের আগ্রহে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্য তোড়জোড় শুরু হয়েছিল ছয় বছর আগে। এ জন্য ৯১২ একর জমি অধিগ্রহণের জন্য চিহ্নিত করা হয়, দেওয়া হয় ৪ ধারার নোটিশও। তবে ছয় বছরে সেই কাজ আর এগোয়নি। এতে বিপাকে পড়েছেন জমির মালিকেরা।
৭ ঘণ্টা আগেদিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বেঙপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন হিসাবরক্ষণ অফিসের বিভিন্ন স্থানের কর্মকর্তা।
৭ ঘণ্টা আগেজামালপুরের সরিষাবাড়ীর মানুষের কাছে প্রিয় বাহন ট্রেন। যাত্রী চাহিদার কারণে ঢাকা থেকে এই উপজেলায় তিনটি আন্তনগর ট্রেন চলে। কিন্তু বিলম্ব, ট্রেনের সূচি সুবিধাজনক না হওয়া এবং ক্রসিংয়ের কারণে জায়গায় জায়গায় অনাকাঙ্ক্ষিত বিরতি ও ট্রেনের ধীরগতির কারণে দুর্ভোগ এখন যাত্রীদের নিত্যসঙ্গী।
৭ ঘণ্টা আগেদিনাজপুরের ফুলবাড়ী উপজেলার একটি সিসি সড়ক নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। গত রোববার উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের নবগ্রামে ওই সড়কটিতে ঢালাই দেওয়া হয়। পরদিন গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানিতে সিমেন্ট ধুয়ে খোয়াগুলো বেরিয়ে রয়েছে। একটুতেই তা উঠে যাচ্ছে।
৮ ঘণ্টা আগে