Ajker Patrika

টঙ্গীতে প্রতিবন্ধীর হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার, আটক বাড়ির মালিক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২৫, ১৫: ১৮
আটক বাড়ির মালিক। ছবি: আজকের পত্রিকা
আটক বাড়ির মালিক। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে নিজ কক্ষ থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় বাক্‌প্রতিবন্ধী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে গাজীবাড়ি পুকুরপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম রাবেয়া সাবরিন আক্তার লিখন (২৮)। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর পটখালী গ্রামের সেলিম হালাদারের মেয়ে। টঙ্গীর গাজীবাড়ি পুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার বাসায় ভাড়া থাকতেন তিনি।

লিখন টঙ্গীর নতুন বাজার এলাকার শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে (মৈত্রী শিল্প) কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন। এক বছর আগে মা রাজিয়া বেগমকে নিয়ে ভবনটির দ্বিতীয় তলায় ওঠেন। সোমবার সকালে তিনি বাসায় একাই ছিলেন।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা তাঁর কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা খুলে ভেতরে বিছানার ওপর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর বাড়ির মালিক গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসন নেই সাবেক প্রধানমন্ত্রীর

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত