টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে নিজ কক্ষ থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় বাক্প্রতিবন্ধী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে গাজীবাড়ি পুকুরপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম রাবেয়া সাবরিন আক্তার লিখন (২৮)। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর পটখালী গ্রামের সেলিম হালাদারের মেয়ে। টঙ্গীর গাজীবাড়ি পুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার বাসায় ভাড়া থাকতেন তিনি।
লিখন টঙ্গীর নতুন বাজার এলাকার শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে (মৈত্রী শিল্প) কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন। এক বছর আগে মা রাজিয়া বেগমকে নিয়ে ভবনটির দ্বিতীয় তলায় ওঠেন। সোমবার সকালে তিনি বাসায় একাই ছিলেন।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা তাঁর কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা খুলে ভেতরে বিছানার ওপর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর বাড়ির মালিক গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।
গাজীপুরের টঙ্গীতে নিজ কক্ষ থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় বাক্প্রতিবন্ধী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে গাজীবাড়ি পুকুরপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম রাবেয়া সাবরিন আক্তার লিখন (২৮)। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর পটখালী গ্রামের সেলিম হালাদারের মেয়ে। টঙ্গীর গাজীবাড়ি পুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার বাসায় ভাড়া থাকতেন তিনি।
লিখন টঙ্গীর নতুন বাজার এলাকার শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে (মৈত্রী শিল্প) কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন। এক বছর আগে মা রাজিয়া বেগমকে নিয়ে ভবনটির দ্বিতীয় তলায় ওঠেন। সোমবার সকালে তিনি বাসায় একাই ছিলেন।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা তাঁর কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা খুলে ভেতরে বিছানার ওপর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর বাড়ির মালিক গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।
জামালপুরের ইসলামপুরে জমি দখলচেষ্টায় বাধা দেওয়ায় নারীসহ ২০ ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পলবান্ধা ইউনিয়নের চর চাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৫ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানার আওতাধীন রেলওয়ে পুলিশ পৃথক অভিযানে ৭৫০টি ইয়াবা বড়িসহ দুই নারীকে আটক করেছে। সোমবার (১৯ মে) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে সার্কেলের তদারকি কর্মকর্তা মো. এরশাদুর রহমান।
৬ মিনিট আগেইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে চলমান রয়েছে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। এরই মধ্যে তাঁর সমর্থকেরা ষষ্ঠ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। তাঁরা জানান, আগামীকাল মঙ্গলবারও চলমান থাকবে তাঁদের অবস্থান কর্মসূচি।
৯ মিনিট আগেপাবনার আটঘরিয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাতুল ইসলাম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হন। আজ সোমবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে আটঘরিয়ার দেবোত্তর-একদন্ত সড়কের ত্রিমহন নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে