ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার একটি সিসি সড়ক নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। গত রোববার উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের নবগ্রামে ওই সড়কটিতে ঢালাই দেওয়া হয়। পরদিন গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানিতে সিমেন্ট ধুয়ে খোয়াগুলো বেরিয়ে রয়েছে। একটুতেই তা উঠে যাচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা বলছেন, এই সড়কের কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। ঢালাই কাজে সিমেন্টের পরিমাণ ছিল খুবই কম এবং বালুর পরিমাণ ছিল বেশি। বৃষ্টির মধ্যেই সড়কটিতে ঢালাইয়ের কাজ করা হয়েছে। কাজে বাধা দেওয়া হলেও তাঁরা কর্ণপাত না করে রাত পর্যন্ত তড়িঘড়ি করে ঢালাইকাজ শেষ করেছেন।
নবগ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সড়কের মাটি না খুঁড়েই আগের রাস্তা কোনো রকমে সমান করে হালকা বালু ছড়িয়ে ঢালাই দেওয়া হয়েছে। এ ছাড়া সড়কে ব্যবহৃত ইটের খোয়াগুলো নিম্নমানের। অর্ধেক ঢালাইয়ের পরই ভারী বৃষ্টি শুরু হলেও তাঁরা রাত ১০টা পর্যন্ত বৃষ্টির মধ্যেই তড়িঘড়ি ঢালাইকাজ সম্পন্ন করেছেন।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে এডিপি প্রকল্পের আওতায় একটি প্যাকেজে চারটি কাজের জন্য মোট ১৭ লাখ ৮৭ হাজার ২০৩ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্যাকেজেরে মধ্যে এলুয়াড়ী ইউনিয়নের নবগ্রামের ৮২ মিটার সড়কে সিসি ঢালাইয়ের জন্য ৩ লাখ ৭৩ হাজার ৫৯০ টাকা বরাদ্দ ধরা হয়েছে। সড়কটির প্রস্থ ধরা হয়েছে ৩ মিটার এবং উচ্চতা ৫ ইঞ্চি। টেন্ডারের মাধ্যমে সড়কটির কাজ পেয়েছে বীরগঞ্জ উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাহিন চৌধুরী এন্টারপ্রাইজ।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী বলেন, ‘বৃষ্টির কারণে একটু কমবেশি হতেই পারে। ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে, সিমেন্ট দিয়ে ঘোলা মেরে ঠিক করে দেব।’
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শফিকুল ইসলাম বলেন, ‘বৃষ্টির মধ্যে কাজ করার কোনো নিয়ম নেই এবং সন্ধ্যার পর কোনোভাবেই কাজ করা যাবে না।’ তিনি বলেন, ঠিকাদারের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার একটি সিসি সড়ক নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। গত রোববার উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের নবগ্রামে ওই সড়কটিতে ঢালাই দেওয়া হয়। পরদিন গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানিতে সিমেন্ট ধুয়ে খোয়াগুলো বেরিয়ে রয়েছে। একটুতেই তা উঠে যাচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা বলছেন, এই সড়কের কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। ঢালাই কাজে সিমেন্টের পরিমাণ ছিল খুবই কম এবং বালুর পরিমাণ ছিল বেশি। বৃষ্টির মধ্যেই সড়কটিতে ঢালাইয়ের কাজ করা হয়েছে। কাজে বাধা দেওয়া হলেও তাঁরা কর্ণপাত না করে রাত পর্যন্ত তড়িঘড়ি করে ঢালাইকাজ শেষ করেছেন।
নবগ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সড়কের মাটি না খুঁড়েই আগের রাস্তা কোনো রকমে সমান করে হালকা বালু ছড়িয়ে ঢালাই দেওয়া হয়েছে। এ ছাড়া সড়কে ব্যবহৃত ইটের খোয়াগুলো নিম্নমানের। অর্ধেক ঢালাইয়ের পরই ভারী বৃষ্টি শুরু হলেও তাঁরা রাত ১০টা পর্যন্ত বৃষ্টির মধ্যেই তড়িঘড়ি ঢালাইকাজ সম্পন্ন করেছেন।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে এডিপি প্রকল্পের আওতায় একটি প্যাকেজে চারটি কাজের জন্য মোট ১৭ লাখ ৮৭ হাজার ২০৩ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্যাকেজেরে মধ্যে এলুয়াড়ী ইউনিয়নের নবগ্রামের ৮২ মিটার সড়কে সিসি ঢালাইয়ের জন্য ৩ লাখ ৭৩ হাজার ৫৯০ টাকা বরাদ্দ ধরা হয়েছে। সড়কটির প্রস্থ ধরা হয়েছে ৩ মিটার এবং উচ্চতা ৫ ইঞ্চি। টেন্ডারের মাধ্যমে সড়কটির কাজ পেয়েছে বীরগঞ্জ উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাহিন চৌধুরী এন্টারপ্রাইজ।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী বলেন, ‘বৃষ্টির কারণে একটু কমবেশি হতেই পারে। ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে, সিমেন্ট দিয়ে ঘোলা মেরে ঠিক করে দেব।’
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শফিকুল ইসলাম বলেন, ‘বৃষ্টির মধ্যে কাজ করার কোনো নিয়ম নেই এবং সন্ধ্যার পর কোনোভাবেই কাজ করা যাবে না।’ তিনি বলেন, ঠিকাদারের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
নেপাল ও ভুটানের আগ্রহে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্য তোড়জোড় শুরু হয়েছিল ছয় বছর আগে। এ জন্য ৯১২ একর জমি অধিগ্রহণের জন্য চিহ্নিত করা হয়, দেওয়া হয় ৪ ধারার নোটিশও। তবে ছয় বছরে সেই কাজ আর এগোয়নি। এতে বিপাকে পড়েছেন জমির মালিকেরা।
২ ঘণ্টা আগেদিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বেঙপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন হিসাবরক্ষণ অফিসের বিভিন্ন স্থানের কর্মকর্তা।
২ ঘণ্টা আগেজামালপুরের সরিষাবাড়ীর মানুষের কাছে প্রিয় বাহন ট্রেন। যাত্রী চাহিদার কারণে ঢাকা থেকে এই উপজেলায় তিনটি আন্তনগর ট্রেন চলে। কিন্তু বিলম্ব, ট্রেনের সূচি সুবিধাজনক না হওয়া এবং ক্রসিংয়ের কারণে জায়গায় জায়গায় অনাকাঙ্ক্ষিত বিরতি ও ট্রেনের ধীরগতির কারণে দুর্ভোগ এখন যাত্রীদের নিত্যসঙ্গী।
২ ঘণ্টা আগেরাজধানীর ধানমন্ডি সেন্ট্রাল রোডে সাইফ হোসেন মুন্না নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত ওই যুবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
৪ ঘণ্টা আগে