Ajker Patrika

শুধু নোটিশ দিয়েই খালাস, বিপাকে জমির মালিকেরা

  • জমি অধিগ্রহণের নোটিশ দেওয়া হয়েছিল ৬ বছর আগে। এরপর কোনো অগ্রগতি নেই।
  • সরকারি ৪ ধারার নোটিশের কারণে কেউ জমি কেনাবেচা করতে পারছেন না।
রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী) 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেপাল ও ভুটানের আগ্রহে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্য তোড়জোড় শুরু হয়েছিল ছয় বছর আগে। এ জন্য ৯১২ একর জমি অধিগ্রহণের জন্য চিহ্নিত করা হয়, দেওয়া হয় ৪ ধারার নোটিশও। তবে ছয় বছরে সেই কাজ আর এগোয়নি। এতে বিপাকে পড়েছেন জমির মালিকেরা। সরকারি ওই নোটিশের কারণে কেউ জমিও বিক্রি করতে পারছেন না।

সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আকাশপথে ২৬০ কিলোমিটার দূরত্বের এই বিমানবন্দরে যেতে সময় লাগে ৪৮ মিনিট। ৬ হাজার ফুট রানওয়ের বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট কার্যক্রম শুরু হয় ১৯৭৯ সালে। এই বিমানবন্দর থেকে সর্বোচ্চ ১৮০ কিলোমিটারের মধ্যে রয়েছে নেপাল ও ভুটান সীমান্ত। এই দুই দেশের বিমানবন্দর পাহাড়ি এলাকায় হওয়ায় সেখানে অবতরণ-উড্ডয়ন ঝুঁকিপূর্ণ। তাই এই দুটি দেশই সৈয়দপুর বিমানবন্দরটি ব্যবহারে আগ্রহ দেখায়। সেই অনুযায়ী ২০১৯ সালের ৮ এপ্রিল বিমানবন্দরটি উন্নীতকরণ প্রকল্প সীমানা চিহ্নিত ও জরিপকাজ শুরু হয়। জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা (এলএ) ওই বছরের ১১ জুলাই ওই জরিপকাজ সম্পন্ন করে। জমি অধিগ্রহণে ভূমিমালিকদের ৪ ধারার নোটিশ জারি করে।

সূত্রটি আরও জানায়, ২০২০ সালের নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাইওয়ালি বাংলাদেশ সফরে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। আর ভুটানের অর্থনীতিবিষয়ক সেক্রেটারি কারমা শেরিং ২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরকালে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা করেন। তবে ২০২৩ সালে ভারত এই বিমানবন্দরে অর্থায়ন না করার কথা জানালে প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে সৃষ্টি হয় অনিশ্চয়তা।

এরপর ২০২৪ সালের আগস্টে পটপরিবর্তন হলে অন্তর্বর্তী সরকার প্রকল্পটি বাস্তবায়নের ঘোষণা দেয়। সেই লক্ষ্যে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শন করেন। তবে দীর্ঘ ৭ মাস অতিবাহিত হলেও প্রকল্পটির দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

সৈয়দপুর বিমানবন্দরের ১৩৬ দশমিক ৫৯ একর জমি রয়েছে। আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে আরও ৯১২ দশমিক ৯০ একর জমি অধিগ্রহণের জন্য চিহ্নিত করা হয়। এর মধ্যে সৈয়দপুর উপজেলার বাঙ্গালিপুর ইউনিয়ন এবং দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচী ইউনিয়ন রয়েছে। সৈয়দপুরের ৫৯৫ দশমিক ১৩ একর জমির মধ্যে সরকারি ৩টি সংস্থার ৬০ একর জমি রয়েছে; আর পার্বতীপুরে রয়েছে ৩১৭ দশমিক ৭৭ একর ব্যক্তিমালিকানাধীন জমি। জমি অধিগ্রহণে ভূমিমালিকদের ২০১৯ সালে ৪ ধারার নোটিশ জারি করা হয়। এরপর থেকে কেউ সেখানে জমি কেনাবেচা করতে পারছেন না। এদিকে সরকার অর্থ বরাদ্দ না দেওয়ায় থমকে আছে জমি অধিগ্রহণসহ অন্যান্য কাজ।

এ নিয়ে কথা হয় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, জমি অধিগ্রহণের জন্য প্রয়োজন সাড়ে ৫ হাজার কোটি টাকা। আর অন্যান্য কাজে লাগবে ৫ হাজার কোটি টাকা। সব মিলিয়ে বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নয়নের কাজে ব্যয় হবে অন্তত ১০ হাজার কোটি টাকা। এ প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই শুরু হবে কাজ।

বিপাকে এলাকাবাসী

বিমানবন্দরের চিহ্নিত জায়গায় জমি রয়েছে জাহাঙ্গীর হোসেনের। তিনি বলেন, ‘জমি অধিগ্রহণের জন্য নোটিশ দিয়েছে প্রায় সাত বছর আগে, কিন্তু এখনো জমির টাকা পাইনি। আমার স্ত্রী জটিল রোগে আক্রান্ত। তার চিকিৎসায় অনেক টাকা দরকার। ভেবেছিলাম, জমির টাকা পেলে চিকিৎসা করাব। কিন্তু সরকার সেই টাকা দিচ্ছে না, অন্য কোথাও জমি বিক্রি করতেও পারছি না।’

শুধু জাহাঙ্গীর নন, সৈয়দপুরের অনেকে এমন সংকটে রয়েছেন। জমি পছন্দ হলেও অনেকে কিনতে পারছেন না। অনেকে বিক্রি করতে চাইলেও গ্রাহক পাচ্ছেন না সরকারি নোটিশের কারণে।

নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত হলে নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্যের সঙ্গে বহুমুখী যোগাযোগ বাড়বে। দেশের অবহেলিত উত্তরাঞ্চলের মানুষ পাবে অর্থনৈতিক ও যোগাযোগে নানা সুবিধা। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। তাই আমরা এই বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

তবে বেবিচক সূত্র বলছে ভিন্ন কথা। বেবিচকের প্রকৌশল বিভাগ জানায়, অর্থ বরাদ্দ পেলে দেড় থেকে দুই বছর লাগবে জমি অধিগ্রহণসহ টেন্ডার প্রক্রিয়া শেষ করতে। এরপর রানওয়ে সম্প্রসারণ, নতুন রানওয়ে নির্মাণ এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে অন্যান্য অবকাঠামো নির্মাণে আরও তিন-চার বছর লাগবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ট্রেন থেকে ফেলে দেওয়া সেই মতিউর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে বিব্রত ফারুকী, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত