নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনবিআরের উপকমিশনার (কর) সাইফুল ইসলাম, উপকমিশনার (কাস্টমস) ইমাম গাজ্জালী ও উপকমিশনার (কর) মোস্তাফিজুর রহমান।
ইমাম গাজ্জালী বলেন, ‘আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সানুগ্রহ নির্দেশনায় সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছি। আগামীকাল বিকেল সাড়ে তিনটায় এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাননীয় অর্থ উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীর কয়েকজন সম্মানিত সদস্য এতে অংশগ্রহণ করবেন বলে আমরা জেনেছি। আমরা বরাবরই বলেছি, আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং আমাদের একটি প্রতিনিধিদল সে আলোচনায় অংশগ্রহণ করবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই আলোচনার আহ্বানের প্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচি আগামীকাল সাময়িক বিরতি থাকবে এবং আগামীকালের আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
গত সোমবার (১২ মে) মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার বিষয়ে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। গত ১৭ এপ্রিল উপদেষ্টা পরিষদে খসড়া অনুমোদনের ২৫ দিন পর এই অধ্যাদেশ জারি করা হয়।
অধ্যাদেশের খসড়াতেই আপত্তি জানিয়ে এটি বাতিলের দাবি তোলেন আয়কর ও শুল্ক ক্যাডারের সদস্যদের সমিতি। ক্যাডার সার্ভিসের বাইরের কর্মকর্তা-কর্মচারীরাও এই দাবির পক্ষে এক জোট হন। এরপর গত বুধবার থেকে সারা দেশে একযোগে কলম বিরতি পালন করছেন তাঁরা। এতে স্থবির হয়ে পড়েছে রাজস্ব কার্যক্রম।
এদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলম বিরতি পালনের পর পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার পৃথক্করণ রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কারের জন্য আমরা বদ্ধপরিকর। আমরা বলছি, এই সংস্কার হতে হবে বাস্তবমুখী, অংশীজনের মতামতভিত্তিক এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে।’
যৌক্তিক আন্দোলনকে ভিন্ন দিকে প্ররোচিত করার চেষ্টা করা হয়েছে জানিয়ে উপকমিশনার ইমাম গাজ্জালী বলেন, ‘আপনারা দেখেছেন, এই আন্দোলনকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়ার চেষ্টা চলছে। এই আন্দোলন পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের সৃষ্টি, এহেন গুজব ছড়ানোর অপচেষ্টাও আমরা দেখছি। এই আন্দোলনকে নস্যাৎ করার এমন বানোয়াট ও অসত্য প্রচারণা আপনারা বিগত কয়েক দিনে প্রত্যক্ষ করেছেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই আন্দোলন সবার, সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীর, এই আন্দোলন স্বতঃস্ফূর্ত।’
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনবিআরের উপকমিশনার (কর) সাইফুল ইসলাম, উপকমিশনার (কাস্টমস) ইমাম গাজ্জালী ও উপকমিশনার (কর) মোস্তাফিজুর রহমান।
ইমাম গাজ্জালী বলেন, ‘আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সানুগ্রহ নির্দেশনায় সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছি। আগামীকাল বিকেল সাড়ে তিনটায় এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাননীয় অর্থ উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীর কয়েকজন সম্মানিত সদস্য এতে অংশগ্রহণ করবেন বলে আমরা জেনেছি। আমরা বরাবরই বলেছি, আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং আমাদের একটি প্রতিনিধিদল সে আলোচনায় অংশগ্রহণ করবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই আলোচনার আহ্বানের প্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচি আগামীকাল সাময়িক বিরতি থাকবে এবং আগামীকালের আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
গত সোমবার (১২ মে) মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার বিষয়ে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। গত ১৭ এপ্রিল উপদেষ্টা পরিষদে খসড়া অনুমোদনের ২৫ দিন পর এই অধ্যাদেশ জারি করা হয়।
অধ্যাদেশের খসড়াতেই আপত্তি জানিয়ে এটি বাতিলের দাবি তোলেন আয়কর ও শুল্ক ক্যাডারের সদস্যদের সমিতি। ক্যাডার সার্ভিসের বাইরের কর্মকর্তা-কর্মচারীরাও এই দাবির পক্ষে এক জোট হন। এরপর গত বুধবার থেকে সারা দেশে একযোগে কলম বিরতি পালন করছেন তাঁরা। এতে স্থবির হয়ে পড়েছে রাজস্ব কার্যক্রম।
এদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলম বিরতি পালনের পর পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার পৃথক্করণ রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কারের জন্য আমরা বদ্ধপরিকর। আমরা বলছি, এই সংস্কার হতে হবে বাস্তবমুখী, অংশীজনের মতামতভিত্তিক এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে।’
যৌক্তিক আন্দোলনকে ভিন্ন দিকে প্ররোচিত করার চেষ্টা করা হয়েছে জানিয়ে উপকমিশনার ইমাম গাজ্জালী বলেন, ‘আপনারা দেখেছেন, এই আন্দোলনকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়ার চেষ্টা চলছে। এই আন্দোলন পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের সৃষ্টি, এহেন গুজব ছড়ানোর অপচেষ্টাও আমরা দেখছি। এই আন্দোলনকে নস্যাৎ করার এমন বানোয়াট ও অসত্য প্রচারণা আপনারা বিগত কয়েক দিনে প্রত্যক্ষ করেছেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই আন্দোলন সবার, সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীর, এই আন্দোলন স্বতঃস্ফূর্ত।’
৩৫ শতাংশ পাল্টা শুল্কের চাপ লাঘবে সমঝোতা চুক্তি করতে বাংলাদেশ অধীর অপেক্ষায় রয়েছে। তবে সম্ভাব্য আলোচনার সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি মার্কিন বাণিজ্য দপ্তর (ইউএসটিআর)। এ নিয়ে তৃতীয় ও চূড়ান্ত দফা আলোচনার সময়সূচি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো ইমেইলের জবাবে আরও অপেক্ষা করতে বলা হয়েছে।
১০ ঘণ্টা আগেজীবনের নিরাপত্তা নিশ্চিতে মানুষ যখন জীবনবিমা করেন, তখন তাঁদের প্রত্যাশা থাকে, দুঃসময়ে একটি আশ্রয় মিলবে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, সেই আশ্রয় বানিয়ে রাখা ছাদই ভেঙে পড়ছে। প্রতিবছর লাখ লাখ জীবনবিমা পলিসি বাতিল বা তামাদি হয়ে যাচ্ছে শুধু সময়মতো প্রিমিয়াম না দেওয়ার কারণে।
১০ ঘণ্টা আগেঅনুকূল আবহাওয়া ও যথাযথ পরিচর্যার ফলে এবার টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাম্পার ফলন হয়েছে। বাজারে ছড়িয়ে পড়েছে সুস্বাদু ক্যালেন্ডার জাতের আনারস। প্রতিদিন জলছত্র কৃষি মার্কেট, গারোবাজার, মোটেরবাজারসহ বিভিন্ন স্থান থেকে দেশের নানা প্রান্তে যাচ্ছে প্রায় ৩ কোটি টাকার আনারস।
১০ ঘণ্টা আগেবিএআইএমএর সভাপতি বলেন, ‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য একটি টাস্কফোর্স গঠন জরুরি। জুটশিল্পের মতো এ শিল্পেও একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আশ্বাসও পাওয়া গেছে। প্রতিবছর ভারত এপিআই শিল্পে উদ্যোক্তাদের প্রায় ২১ হাজার ৯৪০ কোটি রুপি সহায়তা দেয়।
১৫ ঘণ্টা আগে