নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনবিআরের উপকমিশনার (কর) সাইফুল ইসলাম, উপকমিশনার (কাস্টমস) ইমাম গাজ্জালী ও উপকমিশনার (কর) মোস্তাফিজুর রহমান।
ইমাম গাজ্জালী বলেন, ‘আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সানুগ্রহ নির্দেশনায় সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছি। আগামীকাল বিকেল সাড়ে তিনটায় এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাননীয় অর্থ উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীর কয়েকজন সম্মানিত সদস্য এতে অংশগ্রহণ করবেন বলে আমরা জেনেছি। আমরা বরাবরই বলেছি, আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং আমাদের একটি প্রতিনিধিদল সে আলোচনায় অংশগ্রহণ করবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই আলোচনার আহ্বানের প্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচি আগামীকাল সাময়িক বিরতি থাকবে এবং আগামীকালের আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
গত সোমবার (১২ মে) মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার বিষয়ে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। গত ১৭ এপ্রিল উপদেষ্টা পরিষদে খসড়া অনুমোদনের ২৫ দিন পর এই অধ্যাদেশ জারি করা হয়।
অধ্যাদেশের খসড়াতেই আপত্তি জানিয়ে এটি বাতিলের দাবি তোলেন আয়কর ও শুল্ক ক্যাডারের সদস্যদের সমিতি। ক্যাডার সার্ভিসের বাইরের কর্মকর্তা-কর্মচারীরাও এই দাবির পক্ষে এক জোট হন। এরপর গত বুধবার থেকে সারা দেশে একযোগে কলম বিরতি পালন করছেন তাঁরা। এতে স্থবির হয়ে পড়েছে রাজস্ব কার্যক্রম।
এদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলম বিরতি পালনের পর পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার পৃথক্করণ রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কারের জন্য আমরা বদ্ধপরিকর। আমরা বলছি, এই সংস্কার হতে হবে বাস্তবমুখী, অংশীজনের মতামতভিত্তিক এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে।’
যৌক্তিক আন্দোলনকে ভিন্ন দিকে প্ররোচিত করার চেষ্টা করা হয়েছে জানিয়ে উপকমিশনার ইমাম গাজ্জালী বলেন, ‘আপনারা দেখেছেন, এই আন্দোলনকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়ার চেষ্টা চলছে। এই আন্দোলন পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের সৃষ্টি, এহেন গুজব ছড়ানোর অপচেষ্টাও আমরা দেখছি। এই আন্দোলনকে নস্যাৎ করার এমন বানোয়াট ও অসত্য প্রচারণা আপনারা বিগত কয়েক দিনে প্রত্যক্ষ করেছেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই আন্দোলন সবার, সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীর, এই আন্দোলন স্বতঃস্ফূর্ত।’
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনবিআরের উপকমিশনার (কর) সাইফুল ইসলাম, উপকমিশনার (কাস্টমস) ইমাম গাজ্জালী ও উপকমিশনার (কর) মোস্তাফিজুর রহমান।
ইমাম গাজ্জালী বলেন, ‘আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সানুগ্রহ নির্দেশনায় সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছি। আগামীকাল বিকেল সাড়ে তিনটায় এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাননীয় অর্থ উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীর কয়েকজন সম্মানিত সদস্য এতে অংশগ্রহণ করবেন বলে আমরা জেনেছি। আমরা বরাবরই বলেছি, আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং আমাদের একটি প্রতিনিধিদল সে আলোচনায় অংশগ্রহণ করবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই আলোচনার আহ্বানের প্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচি আগামীকাল সাময়িক বিরতি থাকবে এবং আগামীকালের আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
গত সোমবার (১২ মে) মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার বিষয়ে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। গত ১৭ এপ্রিল উপদেষ্টা পরিষদে খসড়া অনুমোদনের ২৫ দিন পর এই অধ্যাদেশ জারি করা হয়।
অধ্যাদেশের খসড়াতেই আপত্তি জানিয়ে এটি বাতিলের দাবি তোলেন আয়কর ও শুল্ক ক্যাডারের সদস্যদের সমিতি। ক্যাডার সার্ভিসের বাইরের কর্মকর্তা-কর্মচারীরাও এই দাবির পক্ষে এক জোট হন। এরপর গত বুধবার থেকে সারা দেশে একযোগে কলম বিরতি পালন করছেন তাঁরা। এতে স্থবির হয়ে পড়েছে রাজস্ব কার্যক্রম।
এদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলম বিরতি পালনের পর পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার পৃথক্করণ রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কারের জন্য আমরা বদ্ধপরিকর। আমরা বলছি, এই সংস্কার হতে হবে বাস্তবমুখী, অংশীজনের মতামতভিত্তিক এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে।’
যৌক্তিক আন্দোলনকে ভিন্ন দিকে প্ররোচিত করার চেষ্টা করা হয়েছে জানিয়ে উপকমিশনার ইমাম গাজ্জালী বলেন, ‘আপনারা দেখেছেন, এই আন্দোলনকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়ার চেষ্টা চলছে। এই আন্দোলন পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের সৃষ্টি, এহেন গুজব ছড়ানোর অপচেষ্টাও আমরা দেখছি। এই আন্দোলনকে নস্যাৎ করার এমন বানোয়াট ও অসত্য প্রচারণা আপনারা বিগত কয়েক দিনে প্রত্যক্ষ করেছেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই আন্দোলন সবার, সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীর, এই আন্দোলন স্বতঃস্ফূর্ত।’
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশের উদ্যোগ জোরদার হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। জব্দকৃত অর্থ ব্যাংক খাতে পুনঃবিনিয়োগ এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ দিয়ে জনহিতকর ফান্ড গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের। ‘নগদ’ নিয়ে বিতর্ক, আন্তর্জাতিক সহযোগিতা এবং আই
৪১ মিনিট আগেআগামীকাল ২০ মে বিশ্ব পরিমাপ দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। এ বছরের বিশ্ব পরিমাপ দিবসের প্রতিপাদ্য ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’। প্রতিপাদ্যটিতে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের পরিমাপের গুরুত্ব প্রতিফলিত হয়েছে।
১ ঘণ্টা আগেপদত্যাগ নিয়ে বারবার গুজব ছড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেছেন, ‘সারা দিন শুধু গুজব—আমি নাকি পদত্যাগ করছি। বাজারে কি এসবের কোনো প্রভাব পড়ে না?’
২ ঘণ্টা আগেপাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে অন্তর্বর্তী সরকার তোড়জোড় দেখালেও শিগগির কোনো ফল মিলছে না। সব আইনি প্রক্রিয়া শেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে। পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এসব তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে