পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষক ও আওয়াম লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খন্দকার ইব্রাহিম হোসেন হেলাল (৫৫) নামের ওই ব্যক্তি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করে আজ শুক্রবার পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, চলতি বছরে পাবনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু।
ইব্রাহিম হোসেন হেলাল উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের আফতাব উদ্দিন খন্দকারের ছেলে এবং কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এ ছাড়া তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন।
দাশুড়িয়া ইউপি সদস্য মো. সানাউল্লাহ আজকের পত্রিকাকে জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকালে ইব্রাহিম হোসেন হেলাল কয়েক দিন আগে জ্বরে আক্রান্ত হন। কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি। তিন-চার দিন আগে জরুরি কাজ সম্পাদন ও স্ত্রীর চিকিৎসার খরচের টাকা নেওয়ার জন্য ঈশ্বরদীর বাড়িতে আসেন। পুনরায় আজ শুক্রবার ঢাকায় যাওয়ার কথা ছিল তাঁর।
ইউপি সদস্য আরও বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ জ্বরের কারণে তাঁর শরীর বেশি খারাপ হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরীক্ষা করার পর ডেঙ্গু আক্রান্তের বিষয়টি জানতে পারেন। চিকিৎসক জরুরি ভিত্তিতে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সন্ধ্যা ৬টার দিকে মারা যান।
পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার অনেক পরে খুব খারাপ অবস্থা নিয়ে আমাদের এখানে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
এখনকার জ্বরকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে জানিয়েছেন পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান।
পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষক ও আওয়াম লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খন্দকার ইব্রাহিম হোসেন হেলাল (৫৫) নামের ওই ব্যক্তি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করে আজ শুক্রবার পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, চলতি বছরে পাবনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু।
ইব্রাহিম হোসেন হেলাল উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের আফতাব উদ্দিন খন্দকারের ছেলে এবং কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এ ছাড়া তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন।
দাশুড়িয়া ইউপি সদস্য মো. সানাউল্লাহ আজকের পত্রিকাকে জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকালে ইব্রাহিম হোসেন হেলাল কয়েক দিন আগে জ্বরে আক্রান্ত হন। কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি। তিন-চার দিন আগে জরুরি কাজ সম্পাদন ও স্ত্রীর চিকিৎসার খরচের টাকা নেওয়ার জন্য ঈশ্বরদীর বাড়িতে আসেন। পুনরায় আজ শুক্রবার ঢাকায় যাওয়ার কথা ছিল তাঁর।
ইউপি সদস্য আরও বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ জ্বরের কারণে তাঁর শরীর বেশি খারাপ হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরীক্ষা করার পর ডেঙ্গু আক্রান্তের বিষয়টি জানতে পারেন। চিকিৎসক জরুরি ভিত্তিতে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সন্ধ্যা ৬টার দিকে মারা যান।
পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার অনেক পরে খুব খারাপ অবস্থা নিয়ে আমাদের এখানে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
এখনকার জ্বরকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে জানিয়েছেন পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছে ভাইরাস সংক্রমণ আর বন্যার কারণে মাছচাষিরা দুশ্চিন্তায় পড়েছেন। তাঁরা বলছেন, ভাইরাসের কারণে মাছ মরছে। সেই সঙ্গে টানা বৃষ্টিপাত ও অস্বাভাবিক জোয়ারে উপজেলার অনেক ঘের, পুকুর, খালের মাছ ভেসে যাচ্ছে। মাছচাষিরা দাবি করছেন, তাঁদের অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
৯ মিনিট আগেঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ে হওয়া সেই ছাত্রী অবশেষে স্কুলে ফিরতে পেরেছে। আজ বুধবার সকালে স্বরূপপুর-কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস করে সে। এতে খুশি তার সহপাঠী ও পরিবার।
২১ মিনিট আগেঅবৈধভাবে পাহাড় কাটার দায়ে বান্দরবানের লামায় বেসরকারি প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২৫ মিনিট আগেরাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের পরিবারের কাছ থেকে চাঁদাবাজির মাসখানেক আগেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদসহ কয়েকজন আরও এক এমপির কাছ থেকে চাঁদা নেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৯ মিনিট আগে