Ajker Patrika

ভারতের নিষেধাজ্ঞায় গার্মেন্টস পণ্য ফেরত, সোনামসজিদ দিয়ে রপ্তানি অনিশ্চয়তায়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৫, ১৩: ৪০
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ বন্দর। ছবি: আজকের পত্রিকা
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ বন্দর। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশি কিছু পণ্যের রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে সোনামসজিদ স্থলবন্দরে। গত রোববার এই বন্দর দিয়ে রপ্তানির জন্য যাওয়া গার্মেন্টস পণ্যের দুটি ট্রাক ভারত থেকে ফেরত পাঠানো হয়েছে। তবে গতকাল সোমবার চারটি ট্রাকে পাটজাত পণ্য রপ্তানি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সোনামসজিদ স্থলবন্দরে রপ্তানির তুলনায় আমদানিই বেশি হয়। তবে ভারতীয় পণ্য আমদানিতে এখনো কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ভারতের নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত দেশের রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে ভারতের বিশাল বাজারে বাংলাদেশি তৈরি পোশাক খাত বড় ধরনের ধাক্কা খাবে। ডলারের সংকট, ডলারের মূল্যবৃদ্ধি ও বাণিজ্য ঘাটতির মধ্যেই এমন নিষেধাজ্ঞা দ্বিপক্ষীয় বাণিজ্যে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন তাঁরা। এ অবস্থায় কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন আমদানি-রপ্তানিকারকেরা।

সোনামসজিদ স্থল কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ছয় মাসে এই বন্দর দিয়ে প্রায় ৪ হাজার মেট্রিক টন তৈরি পোশাক ভারতে রপ্তানি হয়েছে, যার মোট রপ্তানি মূল্য ছিল ৫৬ লাখ ৩ হাজার ৩৯১ মার্কিন ডলার। এসব পোশাকের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, সোয়েটার, শার্ট ও টি-শার্ট।

সোনামসজিদ শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. আরিফুল ইসলাম বলেন, ‘প্রতিদিন এই বন্দর দিয়ে ১০ থেকে ১৫টি ট্রাকে পাটজাত পণ্য, প্রাণ কোম্পানির বিভিন্ন খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী, কাঠের আসবাবপত্র এবং তৈরি পোশাক রপ্তানি হয়ে থাকে।’

তিনি বলেন, ‘বাংলাদেশি কিছু পণ্যের রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো অফিশিয়াল চিঠি এখনো তাঁরা পাননি। এ ছাড়া সোমবার দুপুর পর্যন্ত নতুন করে কোনো রপ্তানি পণ্যের গাড়ি বন্দরে আটকে নেই বা পৌঁছায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত