Ajker Patrika

বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৩৬
বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন 

বগুড়ার ধুনটে মাকে হত্যার দায়ে ছেলে আবু বক্করকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। 

আজ রোববার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন। 

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত আবু বক্কর (৩৮) ধুনট উপজেলার শৈলমারী গ্রামের মৃত হবিবর আকন্দের ছেলে। 

বগুড়া জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আইনজীবী নাসিমুল করিম হলি এ তথ্য নিশ্চিত করেছেন। 

আইনজীবী নাসিমুল করিম হলি বলেন, ২০১৫ সালের ১২ অক্টোবর রাত ১০টার দিকে মাদকাসক্ত অবস্থায় আবু বক্কর তাঁর মা আলতাফুন্নেছাকে ভাত দিতে বলেন। এ সময় তাঁর মা ভাত নিয়ে খেতে বলেন। এতে আবু বক্কর ক্ষিপ্ত হয়ে পাশে থাকা একটি গাছের ডাল দিয়ে তাঁর মায়ের মাথায় আঘাত করেন। পরে তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনায় বক্করের বড় ভাই শাহ আলম বাদী হয়ে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৬ অক্টোবর আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই কারাগারে ছিলেন আবু বক্কর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত