নওগাঁ প্রতিনিধি
নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আন্দোলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁরা হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করা হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। সরকারি ওষুধ কালোবাজারে বিক্রি, চিকিৎসকদের দায়িত্বে অবহেলা, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যসহ নানা সমস্যা দীর্ঘদিন ধরেই চলছে এখানে। তবে কর্তৃপক্ষ এসব সমস্যার সমাধানে উদ্যোগ না নিয়ে হাসপাতালের হীরক জয়ন্তী উদ্যাপনে ব্যস্ত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বী আজকের পত্রিকাকে বলেন, ‘এই হাসপাতাল অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত। রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না। চিকিৎসকদের দায়িত্ব পালনে গাফিলতির কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। হাসপাতালের চিকিৎসকেরা যথাযথভাবে দায়িত্ব পালন না করে বিভিন্ন ক্লিনিকে রোগী দেখায় ব্যস্ত থাকেন।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি সরকারি ওষুধ কালোবাজারে বিক্রির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। অথচ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বিনা মূল্যে ওষুধ পাচ্ছে না। হাসপাতাল চত্বরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণের কারণে রোগীদের বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।’
অপর এক শিক্ষার্থী হাসিব চৌধুরী বলেন, ‘আমরা বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে এসব সমস্যা সমাধানের অনুরোধ করেছি, কিন্তু তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে আমরা তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা দিয়েছি। যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান করা না হবে, ততক্ষণ এই তালা খোলা হবে না।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসকদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। যদি চিকিৎসকেরা এই সমস্যার সমাধান না করে উল্টো আন্দোলনে যান, তাহলে আমরা সেটি প্রতিহত করব।’
এদিকে সাধারণ রোগীদের অভিযোগ, সরকারি হাসপাতালে প্রয়োজনীয় সেবা না পেয়ে তাঁরা বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও ফার্মেসির ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। এ অবস্থায় দ্রুত সমস্যার সমাধান না হলে জনসাধারণের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা তাদের।
জানতে চাইলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আসলে ঠিকমতো ওষুধ পাই না। সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়। আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাব?’ আরেকজন রোগীর স্বজন শিরিন আক্তার বলেন, ‘ডাক্তাররা ঠিকমতো আসেন না, আসলেও তাড়াতাড়ি চলে যান। নার্সদের আচরণও ভালো না। আমরা এখানে এসে খুব কষ্ট পাই।’
এ বিষয়ে জানতে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আন্দোলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁরা হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করা হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। সরকারি ওষুধ কালোবাজারে বিক্রি, চিকিৎসকদের দায়িত্বে অবহেলা, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যসহ নানা সমস্যা দীর্ঘদিন ধরেই চলছে এখানে। তবে কর্তৃপক্ষ এসব সমস্যার সমাধানে উদ্যোগ না নিয়ে হাসপাতালের হীরক জয়ন্তী উদ্যাপনে ব্যস্ত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বী আজকের পত্রিকাকে বলেন, ‘এই হাসপাতাল অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত। রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না। চিকিৎসকদের দায়িত্ব পালনে গাফিলতির কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। হাসপাতালের চিকিৎসকেরা যথাযথভাবে দায়িত্ব পালন না করে বিভিন্ন ক্লিনিকে রোগী দেখায় ব্যস্ত থাকেন।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি সরকারি ওষুধ কালোবাজারে বিক্রির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। অথচ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বিনা মূল্যে ওষুধ পাচ্ছে না। হাসপাতাল চত্বরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণের কারণে রোগীদের বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।’
অপর এক শিক্ষার্থী হাসিব চৌধুরী বলেন, ‘আমরা বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে এসব সমস্যা সমাধানের অনুরোধ করেছি, কিন্তু তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে আমরা তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা দিয়েছি। যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান করা না হবে, ততক্ষণ এই তালা খোলা হবে না।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসকদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। যদি চিকিৎসকেরা এই সমস্যার সমাধান না করে উল্টো আন্দোলনে যান, তাহলে আমরা সেটি প্রতিহত করব।’
এদিকে সাধারণ রোগীদের অভিযোগ, সরকারি হাসপাতালে প্রয়োজনীয় সেবা না পেয়ে তাঁরা বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও ফার্মেসির ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। এ অবস্থায় দ্রুত সমস্যার সমাধান না হলে জনসাধারণের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা তাদের।
জানতে চাইলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আসলে ঠিকমতো ওষুধ পাই না। সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়। আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাব?’ আরেকজন রোগীর স্বজন শিরিন আক্তার বলেন, ‘ডাক্তাররা ঠিকমতো আসেন না, আসলেও তাড়াতাড়ি চলে যান। নার্সদের আচরণও ভালো না। আমরা এখানে এসে খুব কষ্ট পাই।’
এ বিষয়ে জানতে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০জামালপুর পৌরসভার এক কর্মচারীকে নাশকতার সন্দেহে আটকের পর তাঁর সহকর্মীদের তোপের মুখে ছেড়ে দিয়েছে পুলিশ। ওই কর্মচারীর নাম আবু খালেক। তিনি পৌরসভার টিকাদানকারী সুপারভাইজার হিসেবে কর্মরত। তাঁকে আজ সোমবার বেলা ২টা দিকে পৌর কার্যালয় থেকে আটকের পর বিকেল ৪টার দিকে সদর থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
১৩ মিনিট আগেমৃত্যুর আগে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ নিজের চোখ দান করার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি। মৃত্যুর পর চোখ দান করার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তাঁর চোখ নেওয়া সম্ভব হয়নি।
১৭ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পার্কেসার রুদাবা সুলতানা আটক হয়েছেন। আজ সোমবার (৪ আগস্ট) বিকেলে রিয়াদ থেকে আসা বিজি-৩৪০ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার পর কাস্টমসের একটি দল তাকে সন্দেহজনক আচরণের জন্য চ্যালেঞ্জ করে।
২৪ মিনিট আগে