বগুড়া প্রতিনিধি
প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তরফ থেকে বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) ৮ সদস্যকে সাড়ে আট লাখ টাকার চেক হস্তান্তর করেছেন জেলা প্রশাসক। বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে চেকগুলো হস্তান্তর করা হয়।
ওই ৮ সাংবাদিক হলেন—মুরশীদ আলম, আমিনুর রহমান মোহন, ফরহাদুজ্জামান শাহী, রাজু আহম্মেদ, বিধান চন্দ্র সিংহ, হাফিজা বীণা, আমজাদ হোসেন মিন্টু ও শফিউল আযম কমল এবং শিবগঞ্জ উপজেলায় কর্মরত কামরুজ্জামান ও গাবতলীতে কর্মরত আল আমিন মণ্ডল।
বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে নিবেদিত। বর্তমান সরকার মনে করে সাংবাদিকদের জীবনমানের উন্নয়ন অত্যন্ত জরুরি। এ কারণে কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছে। যেকোনো সংকটে সাংবাদিকেরা এখান থেকে সহায়তা পেতে পারবেন।’
বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি ও বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন এবং বিএফইউজের নির্বাহী পরিষদের সদস্য প্রদীপ ভট্টাচার্য শংকর।
প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তরফ থেকে বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) ৮ সদস্যকে সাড়ে আট লাখ টাকার চেক হস্তান্তর করেছেন জেলা প্রশাসক। বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে চেকগুলো হস্তান্তর করা হয়।
ওই ৮ সাংবাদিক হলেন—মুরশীদ আলম, আমিনুর রহমান মোহন, ফরহাদুজ্জামান শাহী, রাজু আহম্মেদ, বিধান চন্দ্র সিংহ, হাফিজা বীণা, আমজাদ হোসেন মিন্টু ও শফিউল আযম কমল এবং শিবগঞ্জ উপজেলায় কর্মরত কামরুজ্জামান ও গাবতলীতে কর্মরত আল আমিন মণ্ডল।
বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে নিবেদিত। বর্তমান সরকার মনে করে সাংবাদিকদের জীবনমানের উন্নয়ন অত্যন্ত জরুরি। এ কারণে কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছে। যেকোনো সংকটে সাংবাদিকেরা এখান থেকে সহায়তা পেতে পারবেন।’
বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি ও বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন এবং বিএফইউজের নির্বাহী পরিষদের সদস্য প্রদীপ ভট্টাচার্য শংকর।
শহরের প্রতিটি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে ইট-পাটকেল। দেখা গেছে ভাঙা তোরণ, ছিঁড়ে ফেলা ব্যানার ও ফেস্টুনের ধ্বংসাবশেষ। জেলার বিভিন্ন সড়কে এখনও পড়ে আছে কাটা গাছের গুঁড়ি—যেগুলো দিয়ে আগের দিন ব্যারিকেড তৈরি করা হয়েছিল।
৪ মিনিট আগেবৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, অনেক জায়গায় এখনও পড়ে আছে ইটপাটকেল, বাঁশ, ভাঙা তোরণ ও কেটে ফেলা গাছ। এগুলো যান চলাচলে বাধা সৃষ্টি করছে। সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে পড়ে থাকা একটি রেইনট্রি গাছ সরানোর চেষ্টা করেন স্থানীয় এক নারী, রোজিনা বেগম
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান জানিয়েছেন, ২০২৫-২৬ সালের মধ্যে আরও পাঁচটি জাহাজ রপ্তানির পরিকল্পনা রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের। এরমধ্যে ২টি অয়েল ট্যাঙ্কার ও ৩টি ল্যান্ডিং ক্রাফট। আরব আমিরাতের একই ক্রেতা প্রতিষ্ঠানের (মারওয়ান শিপিং) কাছ থেকে ক্রয়াদেশ পেয়ে ইতোমধ্যে জাহা
২ ঘণ্টা আগেরংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের বিশমাইল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও পুলিশের টহল গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন এবং পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে