Ajker Patrika

গোপালগঞ্জে চলছে কারফিউ, আটক ২০

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৪: ৩২
গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় নৌবাহিনীর সদস্যরা গাড়ি তল্লাশি করছেন। ছবি: আজকের পত্রিকা
গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় নৌবাহিনীর সদস্যরা গাড়ি তল্লাশি করছেন। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে বুধবারের (১৬ জুলাই) সংঘাতপূর্ণ পরিস্থিতি কিছুটা থিতিয়ে এসেছে। তবে শহরজুড়ে রয়ে গেছে সহিংসতার চিহ্ন।

শহরের প্রতিটি রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে আছে ইট-পাটকেল। দেখা গেছে ভাঙা তোরণ, ছিঁড়ে ফেলা ব্যানার ও ফেস্টুনের ধ্বংসাবশেষ। জেলার বিভিন্ন সড়কে এখনো পড়ে আছে কাটা গাছের গুঁড়ি, যেগুলো দিয়ে আগের দিন ব্যারিকেড তৈরি করা হয়েছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। কারফিউ চলবে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত।

জেলা কারাগারের সামনে এখনো মোতায়েন আছেন সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশের সঙ্গে র‍্যাব ও আনসার বাহিনী। খুলনা থেকে আসা নৌবাহিনীর একটি টিমও যুক্ত হয়েছে নিরাপত্তাব্যবস্থায়।

গোপালগঞ্জ শহরের কাপড়পট্টি এলাকায় বন্ধ দোকানপাট। ছবি: আজকের পত্রিকা
গোপালগঞ্জ শহরের কাপড়পট্টি এলাকায় বন্ধ দোকানপাট। ছবি: আজকের পত্রিকা

তবে কারফিউর মধ্যেও বৃহস্পতিবার সকালে শহরে যান চলাচল কিছুটা স্বাভাবিক দেখা গেছে। দোকানপাট অধিকাংশই বন্ধ থাকলেও লোকজন সীমিত পরিসরে চলাফেরা করছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান আজকের পত্রিকাকে জানান, বুধবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত অন্তত ১৪ জনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দিতে পুলিশ কন্ট্রোল রুমে আসিফ মাহমুদ

সৈয়দপুরে চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত