নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর রাজতিলক সিনেমা হলটি আবারও চালু হয়েছে। এটি বন্ধ হয়েছিল ১১ বছর আগে। ২০১২ সালে সর্বশেষ ‘কমন জেন্ডার’ সিনেমাটি চলেছিল এই হলে। সেই হলটি আবার চালু হলো ‘হাওয়া’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে। আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সিনেমাটি প্রথম দেখানো হয় রাজতিলকে।
এর আগে হলের ভেতরেই অনুষ্ঠানিক ফিতা কেটে হলটির উদ্বোধন করা হয়। এ সময় হলের মালিক সাজ্জাদ হোসেন বলেন, সিনেমার সুদিন ফেরাতে হল টিকিয়ে রাখতে হবে। তাই তিনি উদ্যোগী হয়ে এই হল চালু করলেন। এই হলে দেশের সিনেমা তো বটেই, সরকার যেসব বিদেশী সিনেমা আমদানি করবে সেগুলোও প্রদর্শন করা হবে।
রাজশাহী মহানগরে এক সময় ৬টি সিনেমা হল ছিল। আশপাশের প্রতিটি উপজেলায়ও ছিল সিনেমা হল। একে একে সবগুলো হলই বন্ধ হয়ে যায়। শহরের সবশেষ উপহার সিনেমা হলটি বন্ধ হয়ে যায় ২০১৮ সালের শেষের দিকে। এরপর শহরে কোনো সিনেমা হলই ছিল না।
সম্প্রতি রাজশাহীর হাইটেক পার্কে স্টার সিনেপ্লেক্স চালু হয়েছে। এরপর শহর লাগোয়া কাটাখালী বাজারে ১১ বছর রাজতিলক সিনেমা হল চালু হলো। এই হলটি যখন বন্ধ হয়েছিল তখন রুম্মান আলী নামের চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তি কিনে নেন। কিন্তু তিনিও হলটি চালু করতে পারছিলেন না। তাঁর কাছ থেকে মাসিক ভাড়ার চুক্তিতে হলটি নিয়ে চালু করলেন চলচ্চিত্রের প্রডাকশন ম্যানেজার সাজ্জাদ হোসেন। ১৯৯৬ সাল থেকে সিনেমার সঙ্গে সম্পৃক্ত থাকা সাজ্জাদের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি। থাকেন ঢাকায়।
সাজ্জাদ হোসেন বলেন, ‘পাঁচ বছরের জন্য চুক্তি করে তিনি হলটি ভাড়া নিয়েছেন। হলের প্রজেক্টর এবং সাউন্ড সিস্টেম পুরোপুরি ডিজিটাল। প্রায় ৬০০ দর্শক এই হলে একসঙ্গে বসে সিনেমা দেখতে পারবেন। সর্বনিম্ন ৭০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত টিকিটের মূল্য রাখা হচ্ছে। এর ফলে সকল শ্রেণির মানুষ হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ পাবে বলে তিনি মনে করছেন।’
রাজশাহীর রাজতিলক সিনেমা হলটি আবারও চালু হয়েছে। এটি বন্ধ হয়েছিল ১১ বছর আগে। ২০১২ সালে সর্বশেষ ‘কমন জেন্ডার’ সিনেমাটি চলেছিল এই হলে। সেই হলটি আবার চালু হলো ‘হাওয়া’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে। আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সিনেমাটি প্রথম দেখানো হয় রাজতিলকে।
এর আগে হলের ভেতরেই অনুষ্ঠানিক ফিতা কেটে হলটির উদ্বোধন করা হয়। এ সময় হলের মালিক সাজ্জাদ হোসেন বলেন, সিনেমার সুদিন ফেরাতে হল টিকিয়ে রাখতে হবে। তাই তিনি উদ্যোগী হয়ে এই হল চালু করলেন। এই হলে দেশের সিনেমা তো বটেই, সরকার যেসব বিদেশী সিনেমা আমদানি করবে সেগুলোও প্রদর্শন করা হবে।
রাজশাহী মহানগরে এক সময় ৬টি সিনেমা হল ছিল। আশপাশের প্রতিটি উপজেলায়ও ছিল সিনেমা হল। একে একে সবগুলো হলই বন্ধ হয়ে যায়। শহরের সবশেষ উপহার সিনেমা হলটি বন্ধ হয়ে যায় ২০১৮ সালের শেষের দিকে। এরপর শহরে কোনো সিনেমা হলই ছিল না।
সম্প্রতি রাজশাহীর হাইটেক পার্কে স্টার সিনেপ্লেক্স চালু হয়েছে। এরপর শহর লাগোয়া কাটাখালী বাজারে ১১ বছর রাজতিলক সিনেমা হল চালু হলো। এই হলটি যখন বন্ধ হয়েছিল তখন রুম্মান আলী নামের চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তি কিনে নেন। কিন্তু তিনিও হলটি চালু করতে পারছিলেন না। তাঁর কাছ থেকে মাসিক ভাড়ার চুক্তিতে হলটি নিয়ে চালু করলেন চলচ্চিত্রের প্রডাকশন ম্যানেজার সাজ্জাদ হোসেন। ১৯৯৬ সাল থেকে সিনেমার সঙ্গে সম্পৃক্ত থাকা সাজ্জাদের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি। থাকেন ঢাকায়।
সাজ্জাদ হোসেন বলেন, ‘পাঁচ বছরের জন্য চুক্তি করে তিনি হলটি ভাড়া নিয়েছেন। হলের প্রজেক্টর এবং সাউন্ড সিস্টেম পুরোপুরি ডিজিটাল। প্রায় ৬০০ দর্শক এই হলে একসঙ্গে বসে সিনেমা দেখতে পারবেন। সর্বনিম্ন ৭০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত টিকিটের মূল্য রাখা হচ্ছে। এর ফলে সকল শ্রেণির মানুষ হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ পাবে বলে তিনি মনে করছেন।’
রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কোলাহল নেই। বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের বিকট শব্দে থেমে গেছে সেই কোলাহল। থামেনি সন্তান বা স্বজনহারাদের বুকফাটা কান্না, মাতম। হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে আহত ও দগ্ধরা।
২ মিনিট আগে‘আমি সেই হতভাগ্য পিতা, যে নিজের সন্তানের লাশ কাঁধে নিয়েছি।’ এটুকু বলেই ডুকরে কেঁদে ওঠেন ব্যবসায়ী তহুরুল ইসলাম। তিনি ঢাকায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের বাবা। রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার...
৯ মিনিট আগেউসাই মং মারমা ও ডেজি মারমা। দুজনই শিক্ষক। তাঁদের একমাত্র সন্তান উক্য চিং মারমা। চলতি বছরে ইংলিশ ভার্সনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তি করেন উক্য চিং মারমাকে। হোস্টেলে থাকত ছেলে। এরপর সব কিছু ঠিকঠাকই ছিল। তবে গত সোমবার মাইলস্টোনের দুর্ঘটনায় দগ্ধ হয় উক্য চিং মারমা।
১৪ মিনিট আগেবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের খুলনার শিরোমনি এলাকার কেন্দ্রীয় পণ্যাগারের পুরোনো পণ্য নিলামে টেন্ডারবাজি এবং এর টাকার একাংশ দিয়ে খানজাহান আলী থানা বিএনপির কার্যালয় সংস্কার ও আসবাবপত্র কেনার অভিযোগ উঠেছে। খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ মোল্লা টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণ...
৩৬ মিনিট আগে