Ajker Patrika

বগুড়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৩: ৫৯
বগুড়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে কোনো যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ। কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা মহাসড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর।
 
কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুর রহমান বলেন, নিহতের পরনে ছিল গেঞ্জি ও চেক ট্রাউজার। মুখে কাঁচাপাকা দাঁড়ি। মাথায় আঘাত পেয়ে নাক ও কান দিয়ে রক্ত বের হয়েছে । এ কারণে ধারণা করা হচ্ছে, রাতে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় তিনি মারা যেতে পারেন।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত