Ajker Patrika

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহীর এমপি বাদশা ও আ.লীগ প্রার্থী কামালকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ২১: ৩৩
আচরণবিধি লঙ্ঘন: রাজশাহীর এমপি বাদশা ও আ.লীগ প্রার্থী কামালকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি ফজলে হোসেন বাদশা এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে শোকজ করা হয়েছে। 

আজ সোমবার রাজশাহী-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ (অতিরিক্ত আদালত) বিকাশ কুমার বসাক স্বাক্ষরিত দুই প্রার্থীকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। 

আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় মোহাম্মদ আলী কামালকে ৬ ডিসেম্বর বেলা ৩টায় এবং ফজলে হোসেন বাদশাকে পরের দিন ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ৩টায় সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে রাজশাহী-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজের (অতিরিক্ত আদালত) কার্যালয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামালকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটি জানতে পেরেছে যে ৩ ডিসেম্বর রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে শান্তি মিছিল ও সমাবেশ করা হয়। 

এ কর্মসূচির সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়। এটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর বিধি ৬ (ঘ) বিধি লঙ্ঘন। এটি নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে। 

অন্যদিকে ওয়ার্কার্স পার্টির প্রার্থী এমপি বাদশাকে কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, তাঁর পক্ষে দলীয় নেতা-কর্মীরা ৩ ডিসেম্বর মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ করেছেন। এ কর্মসূচির সংবাদও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর বিধি ৬ (ঘ) ও ১২ নম্বর বিধি লঙ্ঘন। এটি নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত