Ajker Patrika

শান্তির জন্য পুলিশ জীবন দিতে প্রস্তুত: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৬: ০৬
শান্তির জন্য পুলিশ জীবন দিতে প্রস্তুত: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘যেকোনো সংকটে পুলিশ এগিয়ে আসে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যরা নিজেদের জীবন দিতে প্রস্তুত।’

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ বৃহস্পতিবার সকালে আরএমপির পুলিশ লাইনে এ সভা হয়।

আইজিপি আরও বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় এসে পুলিশ বাহিনীকে সর্বাধুনিক করেছে, জনবল বাড়িয়েছে। পাশাপাশি উন্নত প্রশিক্ষণ দিয়ে পুলিশের সক্ষমতা বাড়ানো হয়েছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশ পুলিশ এখন দক্ষ ও পেশাদারি মনোভাব নিয়ে কাজ করছে। এ জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।’

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইজিপি। পরে শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন তিনি। সভাস্থলে আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার, সাবেক উপাচার্য আবদুল খালেক, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক আবদুল বাতেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর পুলিশের কমিশনার আনিসুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত