নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
‘বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ’ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত একটি সংগঠন। আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন জামায়াতে ইসলামীর একটি সংগঠন। রেলওয়েতে কর্মরত জামায়াতের কর্মী-সমর্থকেরাই রেলওয়ে এমপ্লয়িজ লীগ করেন। ‘লীগ’ শব্দ দেখে যুবদলের কিছু নেতা-কর্মী রেলস্টেশন থেকে তাদের ব্যানার নামিয়ে ফেলেন। সংগঠনটির সমর্থকদের সঙ্গে এ নিয়ে বাগ্বিতণ্ডায়ও জড়ান।
গতকাল শনিবার রাত ১১টার দিকে রাজশাহী রেলস্টেশনে এমন ঘটনা ঘটেছে। ব্যানার নামিয়ে ফেলার ওই ঘটনা রাজশাহী মহানগর যুবদলের সদস্য আরিফুজ্জামান সোহেলের ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। ভিডিওতে দেখা যায়, যুবদলের নেতা-কর্মীদের কয়েকজন বোঝানোর চেষ্টা করেন যে রেলওয়ে এমপ্লয়িজ লীগ আসলে জামায়াতের কর্মী-সমর্থকদের সংগঠন। কিন্তু তাঁরা কোনোভাবেই তা মানছেন না। ‘লীগ’ শব্দ থাকায় তাঁরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
ভিডিওতে আরও দেখা যায়, বিজয় দিবস উপলক্ষে ব্যানারটি স্টেশনে টানানো হয়েছিল। সেটি নামিয়ে ফেলা হলে স্টেশনমাস্টার ময়েন উদ্দিন যুবদল নেতা আরিফুজ্জামান সোহেলসহ নেতা-কর্মীদের বলছেন, ‘জামায়াতের যারা রেলে চাকরি করেন তাঁদের সংগঠন এমপ্লয়িজ লীগ।’ তখন এক যুবদল কর্মী বলেন, ‘তাহলে এই যে লীগ। লীগ মানে জামায়াত? তাহলে আওয়ামী লীগ মানে জামায়াত?’ আরেকজন বলেন, ‘এই সংগঠন শুধু এখানেই আছে নাকি সব জায়গায়?’
এ সময় আমিনুল ইসলাম নামের একজন ট্রেনচালক বলেন, ‘এই সংগঠন সারা দেশেই আছে। এটা ট্রেড ইউনিয়নের নাম। এই লীগ কিন্তু আওয়ামী লীগ না।’ তখন এক যুবদল কর্মী বলেন, ‘জামায়াতের কোনো জায়গায় “লীগ” আছে বলে আমরা জানি না। জামায়াতের হলে জামায়াতই লেখা থাকবে।’ তখন আরেকজন বুঝিয়ে বলার চেষ্টা করেন, ‘লীগ শব্দের অর্থ দল। এটা আওয়ামী লীগ নয়।’ কিন্তু যুবদল কর্মীরা তা মানতে পারছিলেন না।
এক যুবদল কর্মী ওই ব্যানারের ওপর উঠে পা দিয়ে লীগ শব্দটিকে মাড়াতে থাকেন। আমিনুল ইসলাম ও ময়েন উদ্দিন বোঝানোর চেষ্টা করলে যুবদল কর্মীরা তাঁদের ওপর চড়াও হন। একপর্যায়ে যুবদল নেতা সোহেল বলেন, ‘এই লীগ যদি জামায়াতেরও হয়, তাহলে তাদের সংগঠনের নাম পরিবর্তন করতে হবে।’ এরপর তাঁরা সেখান থেকে চলে যান।
যোগাযোগ করা হলে ট্রেনচালক আমিনুল ইসলাম বলেন, ‘সারা জীবন জামায়াত করেও কাল আওয়ামী লীগ করার অভিযোগে মাইর খেতে লাগছিলাম। তারা যে ধরনের আচরণ করেছে সেটা তো ভিডিওতেই দেখা যাচ্ছে। বেইজ্জতি হয়ে যাচ্ছিলাম। তাদের তো জানতে হবে।’ তিনি বলেন, আরিফুজ্জামান সোহেলসহ যুবদলের কয়েকজন রেলস্টেশনের হোটেলটি ইজারা নিয়েছেন। তাঁরা স্টেশনে এসে এমপ্লয়িজ লীগের ব্যানার দেখে এমন ঘটনা ঘটিয়েছেন।
জানতে চাইলে যুবদল নেতা আরিফুজ্জামান সোহেল বলেন, ‘একটা ভুল-বোঝাবুঝি হয়ে গিয়েছিল। পরে জামায়াতের একজন নেতা আমাকে ফোন করে বলেছেন যে এটা তাদের কর্মী-সমর্থকদেরই সংগঠন। আমরা বলেছি, লীগ শব্দ রাখা যাবে না। সংগঠনের নাম পরিবর্তন করতে হবে।’
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের রাজশাহীর ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘সংগঠনের নাম পরিবর্তনের জন্য ইতিমধ্যে শ্রম অধিদপ্তরে আবেদন করা হয়েছে। কিন্তু নাম পরিবর্তন খুব সহজ কাজ নয়। এর জন্য তো সময়ের প্রয়োজন।’ তিনি বলেন, ‘নাম নিয়েই তারা যেটা করেছে, সেটা খুব খারাপ হয়েছে। না জেনে এমন আচরণ করা উচিত না। আমাদের এই সংগঠন বাংলাদেশ রেলওয়ের একমাত্র পুরোনো ট্রেড ইউনিয়ন। ১৯৭৪ সালে এই সংগঠনের জন্ম। যুবদলের নেতা-কর্মীরা যা করেছে, সেটা তাদের দলের নেতাদের জানিয়েছি। পাশাপাশি আমরা আমাদের কেন্দ্রীয় কমিটিকেও জানিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘রেলওয়ে এমপ্লয়িজ লীগ আওয়ামী লীগের সংগঠন না। এটা জামায়াত সমর্থকদের সংগঠন। লীগ লেখা দেখে যুবদল-শ্রমিক দলের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। দেখলাম যে ব্যানারটা নিয়ে তারা নাচানাচি করছে। কেন এই ব্যানার টানানো হলো তা নিয়ে স্টেশনমাস্টারের কাছে জবাব চাইছিল। এটা নিয়ে আমরা তাদের দলের সঙ্গে কথা বলেছি।’
‘বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ’ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত একটি সংগঠন। আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন জামায়াতে ইসলামীর একটি সংগঠন। রেলওয়েতে কর্মরত জামায়াতের কর্মী-সমর্থকেরাই রেলওয়ে এমপ্লয়িজ লীগ করেন। ‘লীগ’ শব্দ দেখে যুবদলের কিছু নেতা-কর্মী রেলস্টেশন থেকে তাদের ব্যানার নামিয়ে ফেলেন। সংগঠনটির সমর্থকদের সঙ্গে এ নিয়ে বাগ্বিতণ্ডায়ও জড়ান।
গতকাল শনিবার রাত ১১টার দিকে রাজশাহী রেলস্টেশনে এমন ঘটনা ঘটেছে। ব্যানার নামিয়ে ফেলার ওই ঘটনা রাজশাহী মহানগর যুবদলের সদস্য আরিফুজ্জামান সোহেলের ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। ভিডিওতে দেখা যায়, যুবদলের নেতা-কর্মীদের কয়েকজন বোঝানোর চেষ্টা করেন যে রেলওয়ে এমপ্লয়িজ লীগ আসলে জামায়াতের কর্মী-সমর্থকদের সংগঠন। কিন্তু তাঁরা কোনোভাবেই তা মানছেন না। ‘লীগ’ শব্দ থাকায় তাঁরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
ভিডিওতে আরও দেখা যায়, বিজয় দিবস উপলক্ষে ব্যানারটি স্টেশনে টানানো হয়েছিল। সেটি নামিয়ে ফেলা হলে স্টেশনমাস্টার ময়েন উদ্দিন যুবদল নেতা আরিফুজ্জামান সোহেলসহ নেতা-কর্মীদের বলছেন, ‘জামায়াতের যারা রেলে চাকরি করেন তাঁদের সংগঠন এমপ্লয়িজ লীগ।’ তখন এক যুবদল কর্মী বলেন, ‘তাহলে এই যে লীগ। লীগ মানে জামায়াত? তাহলে আওয়ামী লীগ মানে জামায়াত?’ আরেকজন বলেন, ‘এই সংগঠন শুধু এখানেই আছে নাকি সব জায়গায়?’
এ সময় আমিনুল ইসলাম নামের একজন ট্রেনচালক বলেন, ‘এই সংগঠন সারা দেশেই আছে। এটা ট্রেড ইউনিয়নের নাম। এই লীগ কিন্তু আওয়ামী লীগ না।’ তখন এক যুবদল কর্মী বলেন, ‘জামায়াতের কোনো জায়গায় “লীগ” আছে বলে আমরা জানি না। জামায়াতের হলে জামায়াতই লেখা থাকবে।’ তখন আরেকজন বুঝিয়ে বলার চেষ্টা করেন, ‘লীগ শব্দের অর্থ দল। এটা আওয়ামী লীগ নয়।’ কিন্তু যুবদল কর্মীরা তা মানতে পারছিলেন না।
এক যুবদল কর্মী ওই ব্যানারের ওপর উঠে পা দিয়ে লীগ শব্দটিকে মাড়াতে থাকেন। আমিনুল ইসলাম ও ময়েন উদ্দিন বোঝানোর চেষ্টা করলে যুবদল কর্মীরা তাঁদের ওপর চড়াও হন। একপর্যায়ে যুবদল নেতা সোহেল বলেন, ‘এই লীগ যদি জামায়াতেরও হয়, তাহলে তাদের সংগঠনের নাম পরিবর্তন করতে হবে।’ এরপর তাঁরা সেখান থেকে চলে যান।
যোগাযোগ করা হলে ট্রেনচালক আমিনুল ইসলাম বলেন, ‘সারা জীবন জামায়াত করেও কাল আওয়ামী লীগ করার অভিযোগে মাইর খেতে লাগছিলাম। তারা যে ধরনের আচরণ করেছে সেটা তো ভিডিওতেই দেখা যাচ্ছে। বেইজ্জতি হয়ে যাচ্ছিলাম। তাদের তো জানতে হবে।’ তিনি বলেন, আরিফুজ্জামান সোহেলসহ যুবদলের কয়েকজন রেলস্টেশনের হোটেলটি ইজারা নিয়েছেন। তাঁরা স্টেশনে এসে এমপ্লয়িজ লীগের ব্যানার দেখে এমন ঘটনা ঘটিয়েছেন।
জানতে চাইলে যুবদল নেতা আরিফুজ্জামান সোহেল বলেন, ‘একটা ভুল-বোঝাবুঝি হয়ে গিয়েছিল। পরে জামায়াতের একজন নেতা আমাকে ফোন করে বলেছেন যে এটা তাদের কর্মী-সমর্থকদেরই সংগঠন। আমরা বলেছি, লীগ শব্দ রাখা যাবে না। সংগঠনের নাম পরিবর্তন করতে হবে।’
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের রাজশাহীর ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘সংগঠনের নাম পরিবর্তনের জন্য ইতিমধ্যে শ্রম অধিদপ্তরে আবেদন করা হয়েছে। কিন্তু নাম পরিবর্তন খুব সহজ কাজ নয়। এর জন্য তো সময়ের প্রয়োজন।’ তিনি বলেন, ‘নাম নিয়েই তারা যেটা করেছে, সেটা খুব খারাপ হয়েছে। না জেনে এমন আচরণ করা উচিত না। আমাদের এই সংগঠন বাংলাদেশ রেলওয়ের একমাত্র পুরোনো ট্রেড ইউনিয়ন। ১৯৭৪ সালে এই সংগঠনের জন্ম। যুবদলের নেতা-কর্মীরা যা করেছে, সেটা তাদের দলের নেতাদের জানিয়েছি। পাশাপাশি আমরা আমাদের কেন্দ্রীয় কমিটিকেও জানিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘রেলওয়ে এমপ্লয়িজ লীগ আওয়ামী লীগের সংগঠন না। এটা জামায়াত সমর্থকদের সংগঠন। লীগ লেখা দেখে যুবদল-শ্রমিক দলের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। দেখলাম যে ব্যানারটা নিয়ে তারা নাচানাচি করছে। কেন এই ব্যানার টানানো হলো তা নিয়ে স্টেশনমাস্টারের কাছে জবাব চাইছিল। এটা নিয়ে আমরা তাদের দলের সঙ্গে কথা বলেছি।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে