Ajker Patrika

মাতাল অবস্থায় সীমানা পেরিয়ে বাংলাদেশে, বিএসএফ সদস্য ‘হেফাজতে’

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৪
মাতাল অবস্থায় সীমানা পেরিয়ে বাংলাদেশে, বিএসএফ সদস্য ‘হেফাজতে’

নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দিলীপ কুমার (৪০) নামের এক সদস্যকে আটক করেন স্থানীয়রা। পরে তাঁকে বিজিবি ক্যাম্পে সোপর্দ করেন তাঁরা। এ সময় তাঁর কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ডগ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ধামইরহাট উপজেলার কালুপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাঁকে হেফাজতে নেন। 

বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য দিলীপ কুমার ইউনিফর্ম পরা অবস্থায় মদ পান করে মাতাল হয়ে ২৭১/৪ এস নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। পরে ধামইরহাট উপজেলার কালুপাড়া এলাকায় গ্রামবাসী তাঁকে আটক করে স্থানীয় কালুপাড়া বিজিবি ক্যাম্পে সংবাদ দিলে বিজিবির সদস্যরা তাঁকে উদ্ধার করেন। 

বিষয়টি নিশ্চিত করে ১৪-বিজিবি পত্নীতলার কমান্ডার লে. কর্নেল এস এম নাদিম আরেফিন বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য দিলীপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমানায় প্রবেশ করেন। পরে স্থানীয় গ্রামবাসী তাঁকে ঘিরে ফেলে। এরপর আমাদের খবর দিলে তাঁকে উদ্ধার করে আমাদের হেফাজতে নেওয়া হয়।’ 

লে. কর্নেল আরেও বলেন, আজ রোববার বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত