Ajker Patrika

ধামইরহাট সীমান্ত এলাকা থেকে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ধামারহাট (নওগাঁ) প্রতিনিধি 
ধামইরহাট সীমান্ত এলাকা থেকে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর ধামইরহাটে সীমান্ত এলাকা থেকে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ সোমবার ভোর ৫টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. সিফাতুল ইসলাম সিফাত (৩০)। তিনি উপজেলার চকমহেশ ফার্শিপাড়া এলাকার মো. আবু তৈয়ব হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার ভোর ৫টার সময় উপজেলার চকিলাম বিওপি এলাকার ২৫৭ (৫) সীমান্ত পিলার সংলগ্ন ভূলকীপাড়া এলাকা দিয়ে গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন তিনি। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই যুবককে (বাংলাদেশি) আটক করে নিয়ে গেছে। 

১৪ ব্যাটালিয়ন পত্নীতলা, কালুপাড়া বিওপি নায়েক সুবেদার গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর ৫টার সময় ওই যুবক ভারতের সীমান্তবর্তী তারকাটা বরাবর গেলে বিএসএফ তাঁকে আটক করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে ওই যুবক নেশাজাতীয় দ্রব্য ফেনসিডিল অথবা গরু চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা বলেন, ‘এখন পর্যন্ত বিএসএফ কর্তৃক যুবক আটকের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত