কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ছাত্রাবস্থায় ২০১৬ সালে বিয়ে এবং পড়ালেখার সুবাদে বগুড়া শহরে বাসাভাড়া নিয়ে দীর্ঘ পাঁচ বছর ঘর-সংসার করেন তাঁরা। সম্প্রতি চাকরি পেয়ে ঢাকায় চলে গিয়ে ওই নারীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন যুবক। বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন ভুক্তভোগী। অভিযুক্ত শাহ্ সুলতান শাকিল সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের বরশীভাঙ্গা গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, শাকিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হলে তাঁর গ্রামের বাড়ির ঠিকানা জোগাড় করেন ওই ভুক্তভোগী। চলে যান তাঁর বাড়ি। কিন্তু যুবকের পরিবার তাঁকে মেনে নিচ্ছিল না। তাঁরা দাবি করেন, ছেলে বিয়েই করেনি। শাশুড়ি, ননদ মিলে মেয়েটিকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। বিষয়টি জানাজানি হলে গ্রাম্য সালিসে ঘটনার সত্যতা পেয়ে ছেলের পরিবার মেনে নেয়। গত ২২ জুলাই নতুন করে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়। এরপর মেয়েটি স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতেই থাকতেন।
এরই মধ্যে স্বামীর বাড়ির অনুমতি নিয়েই অসুস্থ বাবাকে দেখতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলভুজা গ্রামের বাড়ি যান মেয়েটি। সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে আর ফোন রিসিভ করেননি স্বামী। গত ৬ আগস্ট ডাকযোগে একটি তালাকের কাগজ হাতে পান মেয়েটি। কাগজ পেয়ে আবার স্বামীর বাড়িতে চলে আসেন। কিন্তু স্বামীর পরিবার তাঁকে মেনে না নিয়ে শারীরিক নির্যাতন করে। বাবার বাড়ি ফিরে যান তিনি। কয়েকদিনের ব্যবধানে তালাকের আরেকটি কাগজ হাতে পান। আবার স্বামীর বাড়ি গেলে এবারও তাঁকে নির্যাতন করে বের করে দেওয়া হয়।
গ্রামের মাতবররা সালিস বৈঠকের মাধ্যমে বিষয়টির সুরাহা করার চেষ্টা করেন। ভুক্তভোগীর দুর্দশা দেখে মাতবররা শাকিলের চাচা শফিকুল ইসলামের বাড়িতে মেয়েটিকে আশ্রয় দেন। গত ১৬-১৭ দিন ধরে মেয়েটি চাচাশ্বশুরের বাড়িতেই অবস্থান করছেন।
এরই মধ্যে যুবকের চাচাসহ মাতবরেরা বিষয়টি মীমাংসার জন্য মেয়েটিকে নিয়ে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়েছিলেন। ইউএনও চেষ্টা করে কোনো সমাধান করতে পারেননি।
ভুক্তভোগী নারী বলেন, শ্বশুরবাড়ির লোকজন পূর্বপরিকল্পিত ভাবেই আমার সঙ্গে এমন আচরণ করেছে। তা না হলে মাত্র ৫০ হাজার টাকা মোহরানা দিয়ে কাবিননামায় আমাকে স্বাক্ষর করতে তারা বাধ্য করতো না। কয়েকদিন না যেতেই আমার নামে তালাকের কাগজপত্রও পাঠায় তারা। স্ত্রীর মর্যাদা না দেওয়া পর্যন্ত জীবন গেলেও আমি এখান থেকে যাব না।
অভিযুক্ত শাহ্ সুলতান শাকিলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। অফিসের কাজে ব্যস্ত আছেন বলে সংযোগ কেটে দেন।
শাকিলের চাচা শফিকুল ইসলাম বলেন, বিষয়টা মীমাংসা করতে আমরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আমার ভাতিজা ও ভাইকেও অনেক বুঝাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমিও খুব চিন্তায় আছি বিষয়টি নিয়ে, যদি একটা অঘটন ঘটে যায়!
এ ব্যাপারে জানতে চাইলে কাজীপুর উপজেলা নির্বাহী কর্তমকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী বলেন, মানবিক দিক বিবেচনা করে হলেও ওই পরিবারটিকে বিষয়টির মীমাংসা করতে বলা হয়েছে।
ছাত্রাবস্থায় ২০১৬ সালে বিয়ে এবং পড়ালেখার সুবাদে বগুড়া শহরে বাসাভাড়া নিয়ে দীর্ঘ পাঁচ বছর ঘর-সংসার করেন তাঁরা। সম্প্রতি চাকরি পেয়ে ঢাকায় চলে গিয়ে ওই নারীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন যুবক। বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন ভুক্তভোগী। অভিযুক্ত শাহ্ সুলতান শাকিল সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের বরশীভাঙ্গা গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, শাকিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হলে তাঁর গ্রামের বাড়ির ঠিকানা জোগাড় করেন ওই ভুক্তভোগী। চলে যান তাঁর বাড়ি। কিন্তু যুবকের পরিবার তাঁকে মেনে নিচ্ছিল না। তাঁরা দাবি করেন, ছেলে বিয়েই করেনি। শাশুড়ি, ননদ মিলে মেয়েটিকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। বিষয়টি জানাজানি হলে গ্রাম্য সালিসে ঘটনার সত্যতা পেয়ে ছেলের পরিবার মেনে নেয়। গত ২২ জুলাই নতুন করে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়। এরপর মেয়েটি স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতেই থাকতেন।
এরই মধ্যে স্বামীর বাড়ির অনুমতি নিয়েই অসুস্থ বাবাকে দেখতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলভুজা গ্রামের বাড়ি যান মেয়েটি। সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে আর ফোন রিসিভ করেননি স্বামী। গত ৬ আগস্ট ডাকযোগে একটি তালাকের কাগজ হাতে পান মেয়েটি। কাগজ পেয়ে আবার স্বামীর বাড়িতে চলে আসেন। কিন্তু স্বামীর পরিবার তাঁকে মেনে না নিয়ে শারীরিক নির্যাতন করে। বাবার বাড়ি ফিরে যান তিনি। কয়েকদিনের ব্যবধানে তালাকের আরেকটি কাগজ হাতে পান। আবার স্বামীর বাড়ি গেলে এবারও তাঁকে নির্যাতন করে বের করে দেওয়া হয়।
গ্রামের মাতবররা সালিস বৈঠকের মাধ্যমে বিষয়টির সুরাহা করার চেষ্টা করেন। ভুক্তভোগীর দুর্দশা দেখে মাতবররা শাকিলের চাচা শফিকুল ইসলামের বাড়িতে মেয়েটিকে আশ্রয় দেন। গত ১৬-১৭ দিন ধরে মেয়েটি চাচাশ্বশুরের বাড়িতেই অবস্থান করছেন।
এরই মধ্যে যুবকের চাচাসহ মাতবরেরা বিষয়টি মীমাংসার জন্য মেয়েটিকে নিয়ে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়েছিলেন। ইউএনও চেষ্টা করে কোনো সমাধান করতে পারেননি।
ভুক্তভোগী নারী বলেন, শ্বশুরবাড়ির লোকজন পূর্বপরিকল্পিত ভাবেই আমার সঙ্গে এমন আচরণ করেছে। তা না হলে মাত্র ৫০ হাজার টাকা মোহরানা দিয়ে কাবিননামায় আমাকে স্বাক্ষর করতে তারা বাধ্য করতো না। কয়েকদিন না যেতেই আমার নামে তালাকের কাগজপত্রও পাঠায় তারা। স্ত্রীর মর্যাদা না দেওয়া পর্যন্ত জীবন গেলেও আমি এখান থেকে যাব না।
অভিযুক্ত শাহ্ সুলতান শাকিলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। অফিসের কাজে ব্যস্ত আছেন বলে সংযোগ কেটে দেন।
শাকিলের চাচা শফিকুল ইসলাম বলেন, বিষয়টা মীমাংসা করতে আমরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আমার ভাতিজা ও ভাইকেও অনেক বুঝাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমিও খুব চিন্তায় আছি বিষয়টি নিয়ে, যদি একটা অঘটন ঘটে যায়!
এ ব্যাপারে জানতে চাইলে কাজীপুর উপজেলা নির্বাহী কর্তমকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী বলেন, মানবিক দিক বিবেচনা করে হলেও ওই পরিবারটিকে বিষয়টির মীমাংসা করতে বলা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উন্নয়নকাজে চরম ধীরগতি ও সেবায় অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ঠিকাদারেরা। তাঁদের অভিযোগ, বিল পরিশোধে দীর্ঘসূত্রতার কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যত থমকে আছে। কোথাও কোথাও কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে শহরে ট্রাফিক জ্যাম বেড়েছে। নাগরিক সেবায়ও ভোগান্তি চরমে পৌঁছেছে।
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি রোলস রয়েস স্পেকটার দুর্ঘটনার নেপথ্যে কুকুর। হঠাৎ দৌড়ে সড়কে চলে আসা একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উঠে পড়ে সড়ক বিভাজকে। এতে গাড়ির চার আরোহীই আহত হয়েছেন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩ ঘণ্টা আগেআড়াই শ মিটার সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন আট মাস আগে। যাতায়াতের কষ্টে গ্রামের চার হাজার মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে পড়ায় গ্রামের মানুষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রামে কোনো অনুষ্ঠানে
৪ ঘণ্টা আগেঅবৈধ দখলে অস্তিত্বের সংকটে পড়েছে গাজীপুরের ‘ফুসফুস’ খ্যাত বেলাই বিল। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিল ভরাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী ‘নর্থ সাউথ’ ও ‘তেপান্তর’ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাতের আঁধারে শুরু হওয়া এই দখলের কাজ এখন দিনের আলোতেও চলছে। স্থানীয় প্রশাসন এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
৪ ঘণ্টা আগে