Ajker Patrika

অবরোধ চলাকালে ককটেল বিস্ফোরণ, দৃষ্টি হারাতে বসেছেন যুবক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অবরোধ চলাকালে ককটেল বিস্ফোরণ, দৃষ্টি হারাতে বসেছেন যুবক

স্ত্রী অসুস্থ। চিকিৎসা করাতে মেহেরপুরের গাংনী থেকে রাজশাহী আসেন ত্রিশ বছরের যুবক আবুল বাসার। তবে স্ত্রীকে আর চিকিৎসা করানো হয়নি। অবরোধ চলাকালে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন বাসার। ককটেলের কাচে তাঁর বাঁ চোখের আইবল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

আজ বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর রেলগেট এলাকায় অটোরিকশা লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রেলগেট এলাকায় অবরোধের সমর্থনে ২০-২৫ জনের যুবক মিছিল বের করে। মিছিলটি কিছু দূর গিয়েই শেষ হয়। এর পর পরই দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একটি ককটেল গিয়ে পড়ে চলন্ত অটোরিকশায়। এতে অটোরিকশাটির সামনের কাচ ভেঙে যায়। আহত হন চালক আবদুল জলিল (৪৫) আব্দুল জলিল ও তার পাশে বসে থাকা যাত্রী আবুল বাসার। জলিলের পেটে গুরুতর জখম হয়েছে। আর বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হয় বাসারের। বাসার রেলওয়ের খালাসী পদে চাকরি করেন। 

ঘটনার পর আহত দুজনকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাসারের চোখের অস্ত্রোপচার চলে। অস্ত্রোপচার শেষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ জানান, বাসারের বাঁ চোখে ছোট ছোট কাচের টুকরা ঢুকে যায়। এতে চোখের আইবল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন লোয়ার ক্ষতিগ্রস্ত হয়। অস্ত্রোপচার করে কাচ বের করার পাশাপাশি লোয়ার জোড়া লাগানোর চেষ্টা করা হয়েছে। রোগীর চোখ এখন বন্ধ। তাঁর এই চোখের দৃষ্টিশক্তি ফেরার সম্ভাবনা খুব কম। 

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘বাসার রেলওয়ের একজন খালাসী। হাসপাতালে রেলওয়ের লোকজন আছেন। তাঁর সর্বোচ্চ চিকিৎসার চেষ্টা চলছে। ইতিমধ্যে অস্ত্রোপচার করা হয়েছে। কিছুক্ষণ পর আমি তাঁকে দেখতে হাসপাতালে যাব।’ 

বাসারের স্ত্রী শাহানাজ পারভীনের সামনেই ঘটনাটি ঘটেছে। তিনি জানান, মেহেরপুরের গাংনী থেকে তাঁরা ট্রেনে রাজশাহী আসেন। স্টেশনে নামার পর অটোরিকশায় চড়ে একটি বেসরকারি ক্লিনিকে যাচ্ছিলেন। তিনি অটোরিকশার পেছনে বসে ছিলেন। স্বামী বাসার ছিলেন সামনে। তিনি অন্যদিকে তাকিয়ে ছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে সামনে তাকিয়ে দেখেন, তার স্বামী চোখে হাত দিয়ে পড়ে গেছেন। অটোরিকশার চালক জলিলেরও সারা শরীরে কাচ ঢুকে গেছে। পেটে মারাত্মক জখম হয়ে পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। 

ঘটনার পর স্থানীয়রা তিনজনকে ধরে পুলিশে দেন। তাঁরা হলেন-রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার টিটু (২৭), বিনোদপুর এলাকার মনিরুল (২৭) ও গোদাগাড়ীর শাহাদত (২৭)। পরে সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করে। 

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ছয়জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে। হামলার সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। 

এদিকে বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহীর আদালত চত্বরে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়। 

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, আদালত চত্বরের সীমানা প্রাচীরের বাইরে থেকে দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি পুলিশের গাড়ির পাশে বিস্ফোরিত হয়। এতে কোনো পুলিশ সদস্য আহত না হলেও এক পরিচ্ছন্নতাকর্মী কিছুটা আহত হন। 

ওসি আরও বলেন, ককটেল হামলা চালিয়েই মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে। তাই কাউকে আটক করা যায়নি। অবরোধের সমর্থনে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত