Ajker Patrika

রাজশাহীতে ১০টি ওয়ান শুটারগানসহ অস্ত্র কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৯ মে ২০২৪, ১৩: ৪০
রাজশাহীতে ১০টি ওয়ান শুটারগানসহ অস্ত্র কারবারি আটক

রাজশাহীর বাঘা উপজেলার সীমান্ত এলাকা থেকে ১০টি দেশীয় ওয়ান শুটারগানসহ আব্দুর রশিদ ব্যাপারী (৩৬) নামের এক অস্ত্র কারবারিকে আটক করেছে র‍্যাব-৫। আজ বুধবার ভোরে উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রাম থেকে তাঁকে আটক করে র‍্যাব-৫-এর সদর দপ্তরে নেওয়া হয়।

আটক আব্দুর রশিদ পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার বাসিন্দা। আজ বুধবার সকালে র‍্যাব-৫-এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাঘা উপজেলার আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে ওই অস্ত্র কারবারিকে আটক করে। পরে ওই বাড়িতে তল্লাশি চালান র‍্যাবের সদস্যরা। এ সময় বড় একটি টিনের বাক্সে স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্র। ছবি: সংগৃহীতপ্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন, তিনি পেশায় প্রাইভেট গাড়িচালক। তবে এই পেশার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় গিয়ে অস্ত্র-গুলি সংগ্রহ করেন এবং পরে সুবিধামতো সময়ে রাজশাহীসহ নিজ এলাকার বিভিন্ন অস্ত্র ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এ ছাড়া অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসাসহ অরাজকতা সৃষ্টি করতেন।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান। আব্দুর রশিদকে জিজ্ঞাসাবাদ শেষে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় তাঁর নামে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত