নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর বাঘা উপজেলার সীমান্ত এলাকা থেকে ১০টি দেশীয় ওয়ান শুটারগানসহ আব্দুর রশিদ ব্যাপারী (৩৬) নামের এক অস্ত্র কারবারিকে আটক করেছে র্যাব-৫। আজ বুধবার ভোরে উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রাম থেকে তাঁকে আটক করে র্যাব-৫-এর সদর দপ্তরে নেওয়া হয়।
আটক আব্দুর রশিদ পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার বাসিন্দা। আজ বুধবার সকালে র্যাব-৫-এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাঘা উপজেলার আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে ওই অস্ত্র কারবারিকে আটক করে। পরে ওই বাড়িতে তল্লাশি চালান র্যাবের সদস্যরা। এ সময় বড় একটি টিনের বাক্সে স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন, তিনি পেশায় প্রাইভেট গাড়িচালক। তবে এই পেশার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় গিয়ে অস্ত্র-গুলি সংগ্রহ করেন এবং পরে সুবিধামতো সময়ে রাজশাহীসহ নিজ এলাকার বিভিন্ন অস্ত্র ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এ ছাড়া অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসাসহ অরাজকতা সৃষ্টি করতেন।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান। আব্দুর রশিদকে জিজ্ঞাসাবাদ শেষে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় তাঁর নামে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রাজশাহীর বাঘা উপজেলার সীমান্ত এলাকা থেকে ১০টি দেশীয় ওয়ান শুটারগানসহ আব্দুর রশিদ ব্যাপারী (৩৬) নামের এক অস্ত্র কারবারিকে আটক করেছে র্যাব-৫। আজ বুধবার ভোরে উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রাম থেকে তাঁকে আটক করে র্যাব-৫-এর সদর দপ্তরে নেওয়া হয়।
আটক আব্দুর রশিদ পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার বাসিন্দা। আজ বুধবার সকালে র্যাব-৫-এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাঘা উপজেলার আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে ওই অস্ত্র কারবারিকে আটক করে। পরে ওই বাড়িতে তল্লাশি চালান র্যাবের সদস্যরা। এ সময় বড় একটি টিনের বাক্সে স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন, তিনি পেশায় প্রাইভেট গাড়িচালক। তবে এই পেশার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় গিয়ে অস্ত্র-গুলি সংগ্রহ করেন এবং পরে সুবিধামতো সময়ে রাজশাহীসহ নিজ এলাকার বিভিন্ন অস্ত্র ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এ ছাড়া অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসাসহ অরাজকতা সৃষ্টি করতেন।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান। আব্দুর রশিদকে জিজ্ঞাসাবাদ শেষে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় তাঁর নামে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবার রাতে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। অবরোধের কারণে যানবাহন আটকে পড়ে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
২৫ মিনিট আগেমানিকগঞ্জের সাটুরিয়ায় নিয়ম না মেনে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শন করেছেন কর্মকর্তারা। আজ মঙ্গলবার বরাইদ ইউনিয়নের ছনকা উচ্চবিদ্যালয়ে তাঁরা এ পরিদর্শনে যান। ধলেশ্বরী নদীর পূর্বপাড় থেকে পশ্চিমপাড়ে ভবন স্থানান্তরের ফলে চরাঞ্চলের এ বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা অনিশ্চিত হয়ে প
১ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুরে ১২ বছরের শিশু ধর্ষণ মামলায় পলাতক আসামি মো. রমজানকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব-২। অন্য দিকে শ্যামপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী পাটোয়ারী নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেজুলাই-আগস্ট আন্দোলনের মামলায় রাজনৈতিক বা স্বার্থসংশ্লিষ্ট কারণে হয়রানিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্নজনকে গণহারে সম্পৃক্ত করা এবং গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
১ ঘণ্টা আগে