Ajker Patrika

জরুরি কাজের কথা বলে বেরিয়ে নিখোঁজ ব্যবসায়ী, পরদিন মিলল পোড়া মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জরুরি কাজের কথা বলে বেরিয়ে নিখোঁজ ব্যবসায়ী, পরদিন মিলল পোড়া মরদেহ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক ব্যবসায়ীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বহরম এলাকার একটি মাঠ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

নিহত তোফাজ্জুল ইসলাম সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চকবহরম এলাকার মৃত. ইসমাইল হোসেনের ছেলে। তিনি পেশায় ঘাস ব্যবসায়ী ছিলেন। 

নিহতের পরিবার ও ভাই সেরাজুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাঁর ভাই জরুরি কাজ আছে বলে বাসা থেকে বের হন। কিন্তু রাতে আর ফিরে আসেননি। আজ সকাল ১০টার দিকে বহরম এলাকায় একজনের আগুনে পোড়া মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ওই মরদেহটি তাঁর বড় ভাই তোফাজ্জুল ইসলামের। খবর পেয়ে পরে পুলিশ এসে দুপুরে মরদেহ উদ্ধার করে। 

মরদেহ উদ্ধাররের বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকারীরা তাঁকে মারার পর মাঠের ভেতর মাড়াই করা সরিষার খড়ের ভেতর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।’ 

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও রহস্য নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহীদ বলেন, লাশের পুরো শরীর পুড়ে গেছে। হাতের আংটি দেখে তাঁর স্বজনেরা লাশটি শনাক্ত করতে পেরেছে। এ সময় ঘটনাস্থল থেকে কাস্তে উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত