মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবার বাড়িতে হামলা-ভাঙচুর করা হয়েছে। এ সময় মেয়ের মা-বাবাকে মারধরেরও অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার নলঘৈর গ্রামের এই ঘটনায় আজ রোববার মান্দা থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভুক্তভোগী বলেন, ‘আমার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে যাতায়াতের পথে কোঁচড়া গ্রামের বখাটে মেহেদী হাসান (২২) তাকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি মেহেদীর পরিবারকে জানানো হলে তারা কোনো ব্যবস্থা নেয়নি।’
তিনি অভিযোগ করে বলেন, ‘পরিবারের কাছে অভিযোগ করায় মেহেদী হাসান ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ অবস্থায় শনিবার বিকেলে বখাটে মেহেদী হাসান আমার বাড়িতে ঢুকে মেয়ের সঙ্গে অশালীন আচরণ করে। এ সময় আশপাশের লোকজন এসে তাকে আটকে রাখে।’
স্থানীয় বাসিন্দারা বলেন, খবর পেয়ে মেহেদী হাসানের পরিবারের লোকজন এসে আব্দুস সাত্তারের বাড়িতে হামলা করে। এ সময় বাড়ি ভাঙচুরসহ মেয়ের মা-বাবাকে মারধর করে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে মেহেদী হাসানকে ছিনিয়ে নিয়ে হামলাকারীরা সটকে পড়ে। এ ঘটনায় মেহেদী হাসান, রাতুল ইসলাম রনিসহ পাঁচজনের বিরুদ্ধে আজ রোববার মান্দা থানায় মামলা করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ‘এ সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নওগাঁর মান্দায় স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবার বাড়িতে হামলা-ভাঙচুর করা হয়েছে। এ সময় মেয়ের মা-বাবাকে মারধরেরও অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার নলঘৈর গ্রামের এই ঘটনায় আজ রোববার মান্দা থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভুক্তভোগী বলেন, ‘আমার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে যাতায়াতের পথে কোঁচড়া গ্রামের বখাটে মেহেদী হাসান (২২) তাকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি মেহেদীর পরিবারকে জানানো হলে তারা কোনো ব্যবস্থা নেয়নি।’
তিনি অভিযোগ করে বলেন, ‘পরিবারের কাছে অভিযোগ করায় মেহেদী হাসান ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ অবস্থায় শনিবার বিকেলে বখাটে মেহেদী হাসান আমার বাড়িতে ঢুকে মেয়ের সঙ্গে অশালীন আচরণ করে। এ সময় আশপাশের লোকজন এসে তাকে আটকে রাখে।’
স্থানীয় বাসিন্দারা বলেন, খবর পেয়ে মেহেদী হাসানের পরিবারের লোকজন এসে আব্দুস সাত্তারের বাড়িতে হামলা করে। এ সময় বাড়ি ভাঙচুরসহ মেয়ের মা-বাবাকে মারধর করে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে মেহেদী হাসানকে ছিনিয়ে নিয়ে হামলাকারীরা সটকে পড়ে। এ ঘটনায় মেহেদী হাসান, রাতুল ইসলাম রনিসহ পাঁচজনের বিরুদ্ধে আজ রোববার মান্দা থানায় মামলা করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ‘এ সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছে ভাইরাস সংক্রমণ আর বন্যার কারণে মাছচাষিরা দুশ্চিন্তায় পড়েছেন। তাঁরা বলছেন, ভাইরাসের কারণে মাছ মরছে। সেই সঙ্গে টানা বৃষ্টিপাত ও অস্বাভাবিক জোয়ারে উপজেলার অনেক ঘের, পুকুর, খালের মাছ ভেসে যাচ্ছে। মাছচাষিরা দাবি করছেন, তাঁদের অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
৬ মিনিট আগেঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ে হওয়া সেই ছাত্রী অবশেষে স্কুলে ফিরতে পেরেছে। আজ বুধবার সকালে স্বরূপপুর-কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস করে সে। এতে খুশি তার সহপাঠী ও পরিবার।
১৮ মিনিট আগেঅবৈধভাবে পাহাড় কাটার দায়ে বান্দরবানের লামায় বেসরকারি প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২২ মিনিট আগেরাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের পরিবারের কাছ থেকে চাঁদাবাজির মাসখানেক আগেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদসহ কয়েকজন আরও এক এমপির কাছ থেকে চাঁদা নেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে