Ajker Patrika

নিয়ামতপুরে হিট স্ট্রোকে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৫: ৩৮
নিয়ামতপুরে হিট স্ট্রোকে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে শাহাদাত হোসাইন (৪২) নামের এক মাদ্রাসাশিক্ষকের হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেলে নেওয়ার প্রস্তুতির সময় তাঁর মৃত্যু হয়। 

শাহাদাত উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামের মৃত বজরুক আমিনের ছেলে। এ ছাড়া তিনি বালাতৈড় দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভি পদে কর্মরত ছিলেন। 

পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার দরগাপাড়া জামে মসজিদে জুমার নামাজের আলোচনা ও খুতবা শেষে নামাজ পড়ান তিনি। নামাজ আদায় শেষে দরগাপাড়া সফুরা আজাদ শিশুসদনে উপস্থিত হলে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় তাঁর ডায়াবেটিসের মাত্রাও ছিল ১৬। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রস্তুতি নেওয়ার মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শাহাদাত হোসাইনের ডায়াবেটিসের মাত্রা বেশি ছিল। তার মধ্যে স্ট্রোকের প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। রাজশাহী মেডিকেলে প্রস্তুতি নেওয়ার মধ্যেই তাঁর মৃত্যু হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত