বগুড়া প্রতিনিধি
বগুড়ায় প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই আদেশ দেন।
সুরাইয়া জেরিন রনি বগুড়া মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।
এসব তথ্য নিশ্চিত করেছেন সরকারপক্ষীয় কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মতিন।
বগুড়া কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জি জানান, বিচারক আদেশ দেওয়ার পর বেলা আড়াইটার দিকে সুরাইয়া জেরিন রনিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, আগে চলতি বছরের ২৮ মে (শুক্রবার) গাবতলী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেন বগুড়া মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি। পরদিন শনিবার গাবতলী থানায় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মামলা দায়ের করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সুরাইয়া। আজ বগুড়ার দায়রা জজ আদালতে শুনানির দিন ধার্য ছিল। আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বরাত দিয়ে তিনি আরও জানান, গত ২৮ মে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনি আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন।
সুরাইয়ার ওই বক্তব্যের প্রতিবাদে ২৯ মে বিক্ষোভ মিছিলের ডাক দেয় গাবতলী উপজেলা আওয়ামী লীগ। তাদের ওই কর্মসূচিকে ঘিরেই সংঘর্ষ বাধে। ওই দিন প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ এনে গাবতলী মডেল থানায় মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি।
এদিকে, ৩১ মে প্রধানমন্ত্রীকে কটূক্তি ও গাবতলীতে আওয়ামী লীগের ওপর হামলার ঘটনায় সুরাইয়াসহ ১৩৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার পাইকার। এই মামলায় জামিন নিতে গেলে সুরাইয়াকে আদালত কারাগারে পাঠান বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বগুড়ায় প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই আদেশ দেন।
সুরাইয়া জেরিন রনি বগুড়া মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।
এসব তথ্য নিশ্চিত করেছেন সরকারপক্ষীয় কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মতিন।
বগুড়া কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জি জানান, বিচারক আদেশ দেওয়ার পর বেলা আড়াইটার দিকে সুরাইয়া জেরিন রনিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, আগে চলতি বছরের ২৮ মে (শুক্রবার) গাবতলী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেন বগুড়া মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি। পরদিন শনিবার গাবতলী থানায় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মামলা দায়ের করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সুরাইয়া। আজ বগুড়ার দায়রা জজ আদালতে শুনানির দিন ধার্য ছিল। আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বরাত দিয়ে তিনি আরও জানান, গত ২৮ মে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনি আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন।
সুরাইয়ার ওই বক্তব্যের প্রতিবাদে ২৯ মে বিক্ষোভ মিছিলের ডাক দেয় গাবতলী উপজেলা আওয়ামী লীগ। তাদের ওই কর্মসূচিকে ঘিরেই সংঘর্ষ বাধে। ওই দিন প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ এনে গাবতলী মডেল থানায় মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি।
এদিকে, ৩১ মে প্রধানমন্ত্রীকে কটূক্তি ও গাবতলীতে আওয়ামী লীগের ওপর হামলার ঘটনায় সুরাইয়াসহ ১৩৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার পাইকার। এই মামলায় জামিন নিতে গেলে সুরাইয়াকে আদালত কারাগারে পাঠান বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
চট্টগ্রামের ফটিকছড়ি পৌর এলাকায় একটি সাততলা ভবন পাশের আরেকটি ছয়তলা ভবনের গায়ে হেলে পড়ার সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০ মে) দুপুরে সরেজমিনে দেখে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।
৪ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় চাঁদাবাজি ও হামলার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ মিনিট আগেভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিবের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আজ মঙ্গলবার (২০ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. শওকত আলীর আদালতে এক নারী ব্যাংক কর্মকর্তা মামলা করেন।
১০ মিনিট আগেযশোরের মনিরামপুরে ঘরে ঢুকে কামরুল হাসান (৩৫) নামে এক ওয়ার্ড যুবলীগ নেতাকে হাতুড়ি ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে উপজেলার জালালপুর গ্রামে নিজ বাড়িতে ঢুকে পাঁচ-সাতজন যুবক তাঁকে পিটিয়েছে।
২০ মিনিট আগে