Ajker Patrika

ফটিকছড়িতে হেলে পড়া ভবনে বসবাস বাসিন্দাদের, সত্যতা পেল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি পৌর এলাকায় একটি সাততলা ভবন পাশের আরেকটি ছয়তলা ভবনের গায়ে হেলে পড়েছে। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামের ফটিকছড়ি পৌর এলাকায় একটি সাততলা ভবন পাশের আরেকটি ছয়তলা ভবনের গায়ে হেলে পড়েছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়ি পৌর এলাকায় একটি সাততলা ভবন পাশের আরেকটি ছয়তলা ভবনের গায়ে হেলে পড়ার সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০ মে) দুপুরে সরেজমিনে দেখে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যমে জেনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় দ্রুত আমলে নিয়েছি। আমরা সবকিছু যাচাই-বাছাই করে এ সংক্রান্ত একটি পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। গঠিত কমিটি দ্রুত পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা এবং যাচাই-বাছাই করে প্রতিবেদন জমা দেবেন। সেই আলোকে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব।’ তিনি বলেন, ‘এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ ভবনে থাকা লোকজনকে নিরাপদে সরে থাকাই উত্তম।’

পরিদর্শনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, ফটিকছড়ি পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী রাজীব বড়ুয়া, ঝুঁকিপূর্ণ ভবনের মালিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, কিছুদিন আগে দুটি ভবনের মাঝে এক হাতের মতো ফাঁকা ছিল। কিন্তু এখন সাততলা ভবনটি অন্যটির গায়ে হেলে পড়েছে। বিষয়টি মালিক জানার পরও দীর্ঘদিন ধরে এমনটি হয়ে আসছে।

সদরের উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বিপরীতে ১০০ গজ সামনেই বিএস ৭৮৫৫ নম্বর দাগের ওপর পৌরসভার বাসিন্দা মো. আবদুল খালেক ৩১ শতক নাল জমিতে নির্মাণ করেছেন সাততলা ভবনটি, যেটি ইতিমধ্যে আরেকটির ওপর ঠেকে আছে।

বাসিন্দাদের দাবি, পৌর কর্তৃপক্ষ ভবনটির নকশা এখনো বাতিল করেনি। ঝুঁকিপূর্ণ ভবনটি যেকোনো মুহূর্তে ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

চট্টগ্রামের ফটিকছড়ি পৌর এলাকায় একটি সাততলা ভবন পাশের আরেকটি ছয়তলা ভবনের গায়ে হেলে পড়েছে। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামের ফটিকছড়ি পৌর এলাকায় একটি সাততলা ভবন পাশের আরেকটি ছয়তলা ভবনের গায়ে হেলে পড়েছে। ছবি: আজকের পত্রিকা

তথ্যমতে, মালিক আবদুল খালেক ২০১৯ সালে ফটিকছড়ি পৌরসভা থেকে ছয়তলা ভবনের অনুমোদন নিয়ে সাততলা ভবন নির্মাণ করেন। কিন্তু অনুমোদন ছাড়া আরও একতলা অতিরিক্ত নির্মাণ করলেও পৌর কর্তৃপক্ষ এতে বাধা দেয়নি। ২০২১-২২ সাল থেকে বাড়ির মালিক সেখানে ২১টি পরিবারকে ভাড়া দেন। ইতোমধ্যে ভবনটি প্রায় ১৮-২০ ইঞ্চি হেলে আরেকটি ভবনের গায়ে হেলে পড়েছে। ফলে আশপাশের ভবনের বাসিন্দারা ঝুঁকিতে রয়েছেন।

ওই ভবনের পাশে বসবাসরত মো. তসলিম বলেন, ‘এটির অবস্থা খুবই খারাপ। এটি বর্তমানে ঝুঁকে পড়েছে প্রায় ১৮-২০ ইঞ্চি। ঝুঁকিপূর্ণ ভবনটিতে বহু লোক থাকলেও দেখার কেউ নেই। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা।’

হেলে পড়া ভবন পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা
হেলে পড়া ভবন পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

ফটিকছড়ি পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী রাজীব বড়ুয়া বলেন, ‘ভবনটির ছয়তলার অনুমোদন আছে। পরে অন্যায়ভাবে তিনি সাততলা করেছেন। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কনসাল্টিং প্রতিষ্ঠান থেকে ‘ঝুঁকিমুক্ত’ সনদ দিতে বলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ভবনটির মালিক মো. আবদুল খালেক প্রবাসে থাকেন। চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ভবনটির তত্ত্বাবধান করেন স্বজন মো. নেজাম উদ্দিন বুলবুল। যোগাযোগ করা হলে নেজাম উদ্দিন বুলবুল বলেন, ‘ভবনটি করার আগে কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছেন। প্রকৌশলীর তত্ত্বাবধানে ভবন নির্মাণ হয়েছে।’

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা (এসও) মো. কামাল উদ্দিন বলেন, ‘জেনেছি ভবনটি কিঞ্চিৎ হেলে পড়েছে। যেহেতু এখনো কোনো স্ট্রাকচারের ক্ষতি হয়নি, তাই বাসিন্দারা এখনো আছে। বিশেষজ্ঞদের পরামর্শ পেলে বিষয়টি দেখা হবে। তবে বিষয়টি পুরোই ইউএনওর এখতিয়ার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিন বাহিনীর প্রধান

১৭ বছর খাইনি, এবার খাব—টেন্ডার জমা দেওয়া ঠিকাদারকে বললেন বিএনপি নেতা

দেশে এল স্টারলিংক: কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে, কীভাবে করবেন

যৌথ পরিবারে কোরবানি কার ওপর ওয়াজিব

মধ্যরাতে হাক্কানীর মালিকের বাসায় মবের হানা, আটক তিন সমন্বয়ককে ছাড়িয়ে নিলেন হান্নান মাসউদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত