Ajker Patrika

ধামইরহাটে ধানবোঝাই ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৩, ২২: ৪৮
ধামইরহাটে ধানবোঝাই ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

নওগাঁর ধামইরহাটে ধানবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মো. সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার জগদ্দল বাজারের পূর্বপাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ধামইরহাট উপজেলার ধামইরহাট ইউনিয়নের ছোট শিবপুর এলাকার হামিদুল ইসলামের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, ঘটনার সময় একটি ধানবোঝাই ট্রাক্টর জগদ্দল বাজার হয়ে সাতানা গ্রামের দিকে যাচ্ছিল। পথে সাইকেল আরোহী সাইফুলের সঙ্গে ধাক্কা লাগলে বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পাশের পুকুরে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মোজাম্মেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত