Ajker Patrika

নাটোরে মির্জা ফখরুল ও চাঁদের বিরুদ্ধে থানায় এজাহার

নাটোর প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২৩, ১১: ০৬
নাটোরে মির্জা ফখরুল ও চাঁদের বিরুদ্ধে থানায় এজাহার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে নাটোর থানায় এজাহার দায়ের করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। তাঁদের গ্রেপ্তার করা না হলে যেকোনো সময় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে এজাহারে। গতকাল সোমবার রাতে নাটোর থানায় এজাহারটি দায়ের করা হয়।

আজ মঙ্গলবার সকালে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাতে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান একটি লিখিত অভিযোগ নিয়ে এলে তা এজাহার হিসেবে গ্রহণ করা হয়। উল্লিখিত অভিযোগ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

গত ১৯ মে আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দিয়ে রাজশাহীর পুঠিয়ায় একটি সমাবেশে বক্তব্য রাখেন। এর প্রতিবাদে আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে পালন করে আওয়ামী লীগ। 

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, বিএনপির নেতারা ক্ষমতার লোভে যে কোনো ঘটনা ঘটাতে পারেন। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে বিএনপি জড়িত ছিল। তারা সুযোগ পেলে প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকেও ছাড় দেবে এমনটা ভাবা ঠিক না। তাই মির্জা ফখরুলসহ চাঁদকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য এজাহার দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত